My Sports App Download
500 MB Free on Subscription


পুরনো অ্যাকশনে ফিরে যাওয়ার কারন জানালেন তাইজুল

সব ফরম্যাটে সাফল্য পেতে নিজের বোলিং অ্যাকশন বদলে ফেলেছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। কিন্তু বোলিং অ্যাকশন পাল্টে সাফল্য না পাওয়াতে পুরনো অ্যাকশনে ফিরে গেছেন তাইজুল ইসলাম।

অ্যাকশন বদলে আবার আগের অ্যাকশনে ফিরে যাওয়ার কারন ব্যাখায় তাইজুল বলেছেন, ‘বদলেছিলাম কিছু কারণে, আবার আগের অ্যাকশনে ফেরারও কিছু কারণ আছে। নিজের উন্নতির জন্য কয়েকদিন অনুশীলন করেছি (পরিবর্তিত অ্যাকশনে)। আসলে স্বাভাবিক অ্যাকশন এক জিনিস, নতুন অ্যাকশন তৈরি করা আলাদা জিনিস। যখন দেখেছি অনুশীলন করে বা ম্যাচে বোলিং করে পক্ষে আসছে না তখন পুরনো অ্যাকশনে ফিরে গেছি।’

শুক্রবার তৃতীয় দিনে খুব ভালো বোলিং করতে পারেননি তাইজুল। বিশেষ করে প্রথম স্পেলে খুবই বাজে বোলিং করেছিলেন বাঁহাতি এই স্পিনার। ১৫ ওভারে ৪৫ রান খরচায় প্রথম স্পেলে তাইজুলের শিকার ছিল এক উইকেট। এরপর নিজস্ব পরিকল্পনার মাধ্যমে সাফল্য পান তিনি, ‘প্রথম স্পেল খারাপ করার জন্য আমরা পরিকল্পনা করলাম কী করা যায়, যেহেতু পার্টনারশিপ বড় হয়ে যাচ্ছে। এমন অবস্থায় আমরা একটা কাজ করতে পারি- ধারাবাহিকভাবে জায়গায় বল করতে পারি, তাহলে হয়ত ওরা ঝুঁকি নেবে। এই পরিকল্পনাই ছিল। এগোতে এগোতে ব্রেক থ্রু এসেছে।’ 

শেষ পর্যন্ত ৩৩.১ ওভার বোলিং করে ৮৪ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। সবমিলিয়ে টেস্টে তাইজুলের উইকেট সংখ্যা ১১৬। এই ফরম্যাটে ৩০০ উইকেটের স্বপ্ন দেখেন বাঁহাতি এই স্পিনার, ‘ একজন খেলোয়াড়ের ভালো করার কোনো শেষ নেই। প্রতিদিনই মন চায় দশটা করে উইকেট নেই, একশ রান করি। সবকিছু তো কপালে থাকে না। তবে আমার স্বপ্ন হচ্ছে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট নেওয়া।’