My Sports App Download
500 MB Free on Subscription


৭ দিন পরও অনিশ্চিত সাইফউদ্দিন

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মাঠে গড়ানোর ঠিক আগমুহূর্তে গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। মিনিস্টার গ্রুপ রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়েছিল প্রায় ১ সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে তাকে।

৭ দিন পার হয়ে গেলেও এখনও ম্যাচ খেলার জন্য ফিট হয়ে ওঠেননি সাইফউদ্দিন। রবিবার দলের পক্ষ থেকে জানানো হয়, আরও চারদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে।

এরপর মাঠে দেখা যেতে পারে এই অলরাউন্ডারকে। রাজশাহীর প্রধান কোচ সরোয়ার ইমরান ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাইফউদ্দিন বর্তমানে হাটাচলা করছেন। সারোয়ার বলেন, 'আমরা দেখছি ওকে। ও হাটাচলা করছে। আমরা আরও তিন চারদিন দেখবো তাকে।'

এর আগে গেল ২২ নভেম্বর অনুশীলনের অংশ হিসেবে ফুটবল খেলার সময় হাটুতে চোট পেয়েছিলেন সাইফউদ্দিন। তৎক্ষণাৎ অনুশীলন থামিয়ে ডাগআউটে চলে আসেন তিনি।

ইতোমধ্যেই এই অলরাউন্ডার মিস করেছেন টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচ। যেখানে তার দল রাজশাহী জয় পেয়েছে দুটি ম্যাচে।