My Sports App Download
500 MB Free on Subscription


১৭২০ ক্রিকেটারদের ২ কোটি টাকার প্রণোদনা দিচ্ছে বিসিবি

করোনাকালের ক্লান্তিকাল চলছে। টানা দুই মৌসুম ঘরোয়া ক্রিকেটে থেকে দূরে নারী ও পুরুষ ক্রিকেটাররা। এই সময়টাতে খেলাধুলা না থাকায় আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন তারা। ক্রিকেটারদের সংকটাপর্ণ অবস্থার কথা বিবেচনা করে, তাদের সহায়তা দিতে এগিয়ে এসেছে বিসিবি।

ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা পুরুষ ও নারী মিলিয়ে দেশের ১ হাজার ৭২০ ক্রিকেটারের তালিকা তৈরি করেছে। তাদের জন্য বিসিবি প্রায় ২ কোটি টাকার প্রণোদনা দেবে। শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বিজ্ঞপ্তিতে জাননো হয়েছে, বিসিবি সভাপতি নাজমুল হাসানের পরামর্শে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ১ হাজার ৭২০ ক্রিকেটারের মধ্য থেকে ১ হাজার ৪৩৩ জন পুরুষ এবং ২৮৮ জন মহিলা খেলোয়াড়কে এই প্রণোদনা দেওয়া হবে।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ছাড়াও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের পুরুষ খেলোয়াড়রা পাবেন নগদ অর্থ। মেয়েদের জাতীয় দল, ইমার্জিং দল, অনূর্ধ্ব-১৯ দল, প্রিমিয়ার লিগ, জাতীয় লিগ, প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলোয়াড়রা পাবেন বিসিবির প্রণোদনা।