My Sports App Download
500 MB Free on Subscription


সাকিব-আশরাফুলদের ফিটনেস পরীক্ষা বিপ টেস্টে

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপকে সামনে রেখে ৯ ও ১০ নভেম্বর কয়েকটি ধাপে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নেওয়া হবে। ক্রিকেটারদের এই ফিটনেস পরীক্ষা বিপ টেস্ট নাকি ইয়ো ইয়ো টেস্টের মাধ্যমে নেয়া হবে তা নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিটনেস ট্রেনার তুষার কান্তি হাওলাদার জানিয়েছেন, বিপ টেস্টের মাধ্যমেই এবার ক্রিকেটারদের ফিটনেস্ট টেস্ট হবে। তিনি আশাবাদী ক্রিকেটাররা আশানুরূপ ভালো অবস্থানে থাকবেন ফিটনেস টেস্টে।

বিসিবির পাঠানো এক ভিডিওতে তিনি বলেন, 'আগামীকাল যে টেস্টটা, সেটা বিপ টেস্টই হবে। আমরা আশা করি ওরা যে ট্রেনিংটা করেছে ব্যক্তিগতভাবে, আমরা তাদেরকে সেই আগের অবস্থায় পাবো। আশানুরূপ ফল হবে বলে আশা করি।'

চলতি বছরের শুরুতে জাতীয় লিগ এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আগে বিপ টেস্টের মাধ্যমে ক্রিকেটারদের ফিটনেস যাচাই করা হয়েছিল। এবারও তাই একই পদ্ধতির উপর ভরসা রাখছে বিসিবি।

বিসিবির এই ফিটনেস ট্রেনার এ প্রসঙ্গে বলেছেন, 'জাতীয় লিগ বা বিসিএল খেলার জন্য যারা জাতীয় পর্যায়ের খেলোয়াড় ছিল তাদের বিপ টেস্ট নেয়া হয়েছে। আগামীকালকের টেস্টেও তাদের এই টেস্টটাই রাখা হবে। কারণ নতুন একটা টেস্ট, আমরা আপাতত ইয়ো ইয়ো টা করছি না ওদের জন্য। কারণ তারা বিপ টেস্ট দিয়ে অভ্যস্ত। তো এখন তারা এই টেস্টই দেবে। এরপর হয়তো ইয়ো ইয়োটা উন্মুক্ত করব তাদের জন্য।'

বিসিবির ঘোষিত ফিটনেস্ট টেস্টে অংশ নেয়া ১১৩ জন ক্রিকেটারের সঙ্গে আছেন সাকিব আল হাসান। যদিও হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগা মাশরাফি বিন মুর্তজাকে এই তালিকার বাইরে রাখা হয়েছে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম দিনের প্রথম সেশন চলবে সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত।

এরপর দ্বিতীয় দিন টেস্ট নেওয়া হবে সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত। ফিটনেস টেস্টের জন্য নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে ক্রিকেটারদের শেরে বাংলা স্টেডিয়ামে উপস্থিত থাকতে বলা হয়েছে। ফিটনেস টেস্টে যোগ দেয়ার আগে প্রত্যেককে মুখে মাস্ক পরে আসতে হবে। সঙ্গে আনতে হবে নিজস্ব হ্যান্ড স্যানিটাইজার, মানতে হবে সামাজিক দূরত্ববিধি।

প্রথম দিন ফিটনেস টেস্ট দেবেন সাকিব আল হাসান, জহিরুল ইসলাম, ফরহাদ রেজা, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, অলক কাপালি, শামসুর রহমান শুভ, রুবেল মিয়া, শাহরিয়ার নাফীস, জুনায়েদ সিদ্দীক, সোহরাওয়ার্দী শুভ ও শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ আশরাফুল, সোহাগ গাজী, সঞ্জিত সাহা ও মনির হোসেন খানের মতো ক্রিকেটার।

দ্বিতীয় ও শেষ দিন ফিটনেস টেস্ট নেয়া হবে আজমির আহমেদ, সাকিল হোসেন, আলি আহমেদ মানিক, রায়হাদ উদ্দিন, শাবাজ চৌহান, মাসুম খান, টিপু সুলতান, শাহনুর রহমান, মাহমুদুল হাসান সেন্টু, মাসুম খান টুটুল, মোহাম্মদ জসিমউদ্দিন, মইনুল ইসলাম, মোহাম্মদ রাকিবম মইনুল ইসলাম সোহেল, সাব্বির হোসেন, রাসেল আল মামুন ও মোহাম্মদ আসাদুল্লাহ হিল গালিবসহ আরও কয়েকজনকে।