মিরপুরের স্পিনবান্ধব উইকেটে ব্যাটারদের বিষাদে পুড়িয়ে স্পিনাররা উইকেট নেয়ার খেলায় মেতে উঠবেন এটাই তো বোধহয় স্বাভাবিক। কেশভ মহারাজ, ড্যান পিটদের বাঁকানো স্পিনে বেঁকে যাওয়ার কথা ছিল সাদমান ইসলাম, মুমিনুল হক কিংবা মুশফিকুর রহিমদের। অথচ মিরপুরে বাংলাদেশের ব্যাটাররা কাগিসো রাবাদা, উইয়ান মুল্ডারদের উইকেট দিয়ে ড্রেসিং রুমে ফেরার মিছিলে নামলেন। চিরচেনা ব্যাটিং ব্যর্থতায় নাজমুল হোসেন শান্তরা থামলেন ১০৬ রানে। স্বাগতিকদের প্রথম উইকেটও এনে দিলেন পেসার হাসান মাহমুদ। তবে পরের সময়টা কেবলই স্পিনারদের, বিশেষ করে তাইজুল ইসলামের। একের পর এক টার্নে প্রোটিয়া ব্যাটারদের ভ্যাবাচ্যাকায় ফেলে দিয়েছেন বাঁহাতি স্পিনার। তাইজুলর ৫ উইকেটের পরও বাংলাদেশের চেয়ে ৩৪ রানে এগিয়ে সাউথ আফ্রিকা। ৬ উইকেটে ১৪০ রান নিয়ে দ্বিতীয় দিনের সকালে ব্যাটিংয়ে নামবে সফরকারীরা।