My Sports App Download
500 MB Free on Subscription


এবার মুমিনুলের নতুন লক্ষ্য, শ্রীলঙ্কা সফর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ। বাংলাদেশ দলের পরবর্তী গন্তব্য নিউজিল্যান্ড সফর। আগামী ২০ ফেব্রুয়ারি সীমিত ওভারের সিরিজ খেলতে দেশ ছাড়বেন মুশফিক-তামিমরা। সেখানে দেখা যাবে না মুমিনুল হককে। তাইতো মুমিনুলের পরবর্তী লক্ষ্য শ্রীলঙ্কা সফর। ওই সফরে বাংলাদেশ ভালো করবে বলে আশার বানী শোনালেন মুমিনুল হক।

একটার পর একটা টেস্ট সিরিজ যায়, আর অধিনায়ক নতুন লক্ষ্যের কথা জানান। বেশিরভাগ সময়ই সেই লক্ষ্য ছুঁতে পারেন না অধিনায়করা। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের বাংলাদেশের লক্ষ্য ছিলো টেস্ট চ্যাম্পিয়নশিপের ১২০ পয়েন্ট। কিন্তু উল্টো কোন পয়েন্টই পাইয়নি স্বাগতিকরা।নিউজিল্যান্ড সফর শেষ করেই শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল। সেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি টেস্ট খেলার কথা দুই দলের। ওই সফরে বাংলাদশের পারফরম্যান্সের বর্তমান চিত্র পাল্টে যাবে বলে বিশ্বাস অধিনায়ক মুমিনুলের, ‘ব্যর্থতার ওইরকম কোনো কারণ নেই। হয়তো আমাদের এটা নিয়ে আরও কাজ করতে হবে। আরও ভাবতে হবে, আরও ভালো পরিকল্পনা করতে হবে। সামনেই শ্রীলঙ্কা সিরিজ। আশা করি সেখানে ভালোভাবে ফিরতে পারব।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পেছনে ব্যাটসম্যানদের দায় সবচেয়ে বেশি। ঢাকা টেস্টের তামিম, মুশফিক, মেহেদী, লিটন হাফসেঞ্চুরি পেলেও তাদের ইনিংসটা লম্বা করতে পারেননি। দলের প্রয়োজনে যেখানে টিকে থাকা দরকার ছিলো, সেখানে উইকেট বিলিয়ে দেওয়ার উৎসব করেছেন তারা। মুমিনুল মনে করেন লম্বা ইনিংস খেলার অভ্যাস করা না গেলে বিপর্যয় ঠেকানো যাবে না, ‘ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলার অভ্যাস গড়তে হবে। লম্বা সময় ধরে ব্যাটিং করার অভ্যাস তৈরি করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই। ব্যাটসম্যানরা যদি তিন-চার সেশন ব্যাটিং করতে পারে, তাহলে টেস্ট জেতা সহজ হবে।’

অধিনায়ক হিসেবে ভারত সফরে পথ চলা শুরু হয় মুমিনুলের। ওই সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ধবল ধোলাই হতে হয় মুমিনুলের দলকে। এরপর পাকিস্তানে গিয়েও হারতে হয় বাংলাদেশকে। দেশে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে মুমিনুলের নেতৃত্বে প্রথম জয় পায় বাংলাদেশ। এরপর সদ্যই শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ষোলকলা পূর্ণ করেছে মুমিনুলের দল। নতুন টেস্ট অধিনায়ক হিসেবে দেশে ও দেশের বাইরে হারার পর হতাশার অনুভূতি মুমিনুল প্রকাশ করেছেন এভাবে, ‘বিদেশের মাটিতে ধবলধোলাইয়ের অভিজ্ঞতা ছিল। দেশের মাটিতেও হয়ে গেলো। দল হারলে আপনি অবশ্যই হতাশ হবেন। আমাদের অনেক উন্নতি করার আছে। যেগুলো করতে পারলে হয়তো দেশে ও দেশের বাইরে ম্যাচ জিততে পারবো।’