My Sports App Download
500 MB Free on Subscription


ফের মুশফিককে ছাড়িয়ে শীর্ষে তামিম

ক্যান্ডি টেস্টে তিন তিনবার একে অন্যকে ছাড়িয়ে গেছেন। গত কয়েক সিরিজ ধরেই বাংলাদেশির এই দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও তামিম ইকবালের মধ্যে টেস্ট ক্রিকেটের শীর্ষ রান সংগ্রাহকের লড়াই চলছে। রবিবার মুশফিকের চেয়ে ৭ রান পেছনে থেকে ক্রিজে নেমেছিলেন তামিম। 

গত দেড় বছরে ছয়বার মুশফিক-তামিমের মধ্যে টেস্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের শীর্ষস্থান বদল হয়েছে। বুধবার ৯০ রানের ইনিংস খেলার পথে মুশফিককে পেছনে ফেলে শীর্ষস্থান পুনরুদ্ধার করেন তামিম। বাংলাদেশের সফলতম ওপেনার থেকে ৬১ রান দূরে ছিলেন মুশফিক। তামিমের সংগ্রহ এখন ৪ হাজার ৫৯৮ রান। শুক্রবার তামিমকে টপকে রেকর্ডটি আবার নিজের করে নিয়েছেন মুশফিক। অপরাজিত ৬৮ রান খেলে মুশফিকের রান দাঁড়িয়েছিল ৪ হাজার ৬০৫। ফলে মুশফিকের চেয়ে সাত রান পিছিয়ে ছিলেন তামিম।

একদিনের ব্যবধানে রবিবার মুশফিককে হটিয়ে রেকর্ডটি আবার নিজের করে নিয়েছেন দেশসেরা ওপেনার। নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই লাকমানের একটি বলে বাউন্ডারি মেরে মুশফিককে ছাড়িয়ে যান তামিম। এই মুহুর্তে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি দিকে এগিয়ে যাচ্ছেন তামিম। প্রথম ইনিংসে আউট হয়েছিলেন ৯০ রানে।

শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডি টেস্টের আগে চার দফা একে অন্যকে পেছনে ফেলেছেন তারা। জিম্বাবুয়ের বিপক্ষে তামিমকে টপকে শীর্ষে ওঠেন মুশফিক। এ বছরের ৩ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুশফিককে পেছনে ফেলে শীর্ষে উঠে আসেন তামিম। একই দিন তামিমকে পেছনে ফেলে আবারও শীর্ষস্থান পূনরুদ্ধার করেন মুশফিক। বুধবার আবার জায়গাটার দখল নেন তামিম। অল্প সময়ের ব্যবধানে যার মালিক এখন আবার মুশফিক।