My Sports App Download
500 MB Free on Subscription


পরের আইপিএলেই ফিরছেন ক্রিস গেল! নিজেই জানালেন পছন্দের দলের নাম

আইপিএলের দ্বিতীয় সংস্করণ থেকে খেলছিলেন ক্রিস গেল। প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ছিলেন এই ক্যারিবীয় ব্যাটার। এ বারের আইপিএলে যদিও তিনি নেই। কিন্তু পরের আইপিএলেই কি ফের দেখা যাবে ‘ইউনিভার্স বস’কে?

তেমনই ইঙ্গিত দিলেন গেল। আইপিএলে ২০০৯ সালে কলকাতা নাইট রাইডার্স দলে ছিলেন তিনি। দু’বছরে করেছিলেন ৪৬৩ রান। ২০১১ সালে তিনি চলে যান বিরাট কোহলীর দলে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের হয়ে সেরা সময় কাটিয়েছিলেন তিনি। আরসিবি-র হয়ে ৮৪টি ইনিংসে ৩১৬৩ রান করেন গেল। গড় ৪৩.৩। পঞ্জাব কিংসের হয়েও খেলেন তিনি। ২০১৮ সালে তাঁকে ২ কোটি টাকা দিয়ে কিনে নেয় প্রীতি জিন্টার দল। পঞ্জাবের হয়ে ৪১টি ম্যাচে ১৩৩৯ রান করেন গেল।

এত রান করলেও আইপিএল জেতা হয়নি গেলের। সেই আক্ষেপ রয়ে গিয়েছে তাঁর। গেল বলেন, “পরের বছর আমি ফিরব। ওদের আমাকে প্রয়োজন। আইপিএলে আমি কলকাতা, বেঙ্গালুরু এবং পঞ্জাবের হয়ে খেলেছি। তবে বেঙ্গালুরু বা পঞ্জাবের হয়ে আমি ট্রফি জিততে চাইব। আইপিএলে আমি সব থেকে সফল আরসিবি-র হয়ে। আমি ফের পরীক্ষা দিতে তৈরি। দেখা যাক কী হয়।”