My Sports App Download
500 MB Free on Subscription


তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়ক লিটন

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। ম্যাচ শুরুর ঘণ্টা দেড়েক আগে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি।

শেষ ম্যাচে টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের খেলা নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো। বাঁ ঊরুতে টান পড়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলছেন না অভিজ্ঞ এই অলরাউন্ডার। 

তার অবর্তমানে এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। ম্যাচ শুরুর ঘণ্টা দেড়েক আগে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি। 

এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, 'বাঁ ঊরুর চোটে নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচ থেকে ছিটকে গেছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। দ্বিতীয় টি-টোয়েন্টি সময় তিনি চোট পান। আজকের ম্যাচে অধিনায়কত্ব করবেন লিটন দাস।'

সপ্তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে বাংলাদেশেকে নেতৃত্ব দিতে যাচ্ছেন লিটন। তার আগে এই ফরম্যাটে বাংলাদেশকে পথ দেখিয়েছেন শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ রিয়াদ। 

নিউজিল্যান্ড সফরে এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ টি-টোয়েন্টিতেও হারের বৃত্তে বন্দী আছে। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে কিউইরা। তৃতীয় টি-টোয়েন্টি পরিণত হয়েছে নিয়ম রক্ষার ম্যাচে।