My Sports App Download
500 MB Free on Subscription


কোয়ারেন্টাইনে থাকতে হবে না ওয়েস্ট ইন্ডিজকে

কোয়ারেন্টিন ইস্যুতে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর হয়নি। বাংলাদেশ অবশ্য এ ব্যাপারে নমনীয়। আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে অবশ্য কোয়ারেন্টাইনে থাকতে হবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন স্বাপেক্ষে এমন ব্যবস্থায় করছে। 

শ্রীলঙ্কা সফরে গেলে বাংলাদেশ দলকে ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হতো। এই সময়টাতে তামিম-মুশফিকরা অনুশীলনের কোন সুযোগই পেতো না। শেষ পর্যন্ত এই ইস্যুতে সিরিজটি স্থগিত হয়ে যায়। বিদেশি কোচসহ সাকিবের ইস্যুতে বিসিবি যে পন্থা অবলম্বন করেছে সেই একই পন্থা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের সঙ্গে করবে। বাংলাদেশ সফরে আসার পর করোনা টেস্টের আগ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ দল কোয়ারেন্টিনে থাকবে। করোনা টেস্টের ফল নেগেটিভ হলেই জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নিতে পারবে।

বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে এ প্রসঙ্গে বলেছেন, ‘আমাদের একটা স্ট্যান্ডার্ড প্র্যাক্টিস আছে বিদেশি খেলোয়াড় বা কোচ যারা অংশগ্রহন করেছেন তাদের জন্য। রিসেন্ট যে টুর্নামেন্টটা আমরা করেছি সেখানেও কিছু বিদেশি স্টাফ ছিলেন। তাদের ক্ষেত্রে যে প্র্যাক্টিসটা আমরা করেছি। তারা আসার পর কোয়ারাইন্টাইনে থাকবেন। তাদের টেস্ট করা হবে, ফল যদি নেগেটিভ হলে তারা এভেইলেবল হবেন। এভাবেই আমরা চেষ্টা করবো। এভাবেই সরকারের সঙ্গে কথা হচ্ছে। ’