My Sports App Download
500 MB Free on Subscription


রাহানের কাছে এই 'ড্র' জয়ের সমান

সিডনিতে ভারতীয় ব্যাটসম্যানদের ধৈর্য এবং উইকেটে থাকার মানসিকতা পরীক্ষা নিয়েছেন অস্ট্রেলিয়ার বোলাররা। সেই পরীক্ষায় লেটার মার্ক পেয়ে পাস করে গেছেন হনুমা বিহারি-রবিচন্দ্রন অশ্বিনরা। এই দুজনের দৃঢ়তায় সিডনি টেস্টে ড্র করতে সক্ষম হয়েছে ভারত।

এই দুজন ‘ক্ল্যাসিক’ টেস্ট ম্যাচের পরিস্থিতি বুঝে ‘ক্ল্যাসিক’ ব্যাটিংটাই করেছেন। ২৮০ রানে ৫ উইকেট হারিয়ে চা বিরততিতে যাওয়া ভারতকে আর কোনো উইকেট হারাতে দেননি বিহারি-অশ্বিন। আর তাতেই ড্র পেয়েছে ভারত। এই 'ড্র'কে জয়ের সমান বলছেন ভারতীয় অধিনায়ক আজিঙ্কা রাহানে।

তিনি সকালেই খেলা শুরুর আগে দলের ক্রিকেটারদের শেষ পর্যন্ত লড়ে যাওয়ার বার্তা দিয়েছিলেন। অধিনায়কের সেই বার্তা বেশ ভালোভাবেই পালন করেছেন বিহারি-অশ্বিনরা। রাহানে জানিয়েছেন, তাদের লক্ষ্য ছিল ফলাফলের কথা চিন্তা না করে খেলে যাওয়া।

ম্যাচ শেষে তিনি বলেছেন, 'এটা টেস্ট ম্যাচ জয়ের মতোই ভালো। আমরা যখন বাইরে খেলতে আসি এবং এমন খেলি এটা অবশ্যই বিশেষ কিছু। এটা জয়ের সমান। সকালেই আমাদের কথা হচ্ছিল স্বভাবজাত ক্রিকেট খেলা নিয়ে এবং শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া। ফলাফলের কথা চিন্তা না করা।'

পুরো টেস্টেই ভারত দারুণ লড়াই উপহার দিয়েছে। অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২ উইকেট হারিয়ে ২০০ রান করে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েছিল। তবে ভারতীয় বোলারদের দাপটে অস্ট্রেলিয়াকে থামতে হয়ে ৩৩৮ রানে। এটাকেই ম্যাচ ঘুরিয়ে দেয়ার মুহূর্ত মনে করেন ভারতীয় দলপতি।

তিনি বলেছেন, 'আমরা যেভাবে লড়াই করেছি বিশেষ করে আজকে সেটা সত্যিই আনন্দের। এমনকি প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া যখন দুই উইকেটে ২০০ করে ফেলেছিল তখনও এবং তাদের ৩৩৮ রানে অল আউট করে দেয়া ছিল সত্যিই দারুণ ছিল।'