My Sports App Download
500 MB Free on Subscription


পাকিস্তান ম্যাচের সঙ্গে কোনও কিছুর তুলনা হবে না: ভুবনেশ্বর

আসন্ন টি২০ বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারত। এখন থেকেই উত্তেজনায় ফুটছেন ক্রিকেটাররা। ব্যতিক্রম নন ভুবনেশ্বর কুমারও।

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলতে এখন কলম্বোয় রয়েছেন ভুবনেশ্বর কুমার। দলের সহ-অধিনায়কও তিনি। কিন্তু বিশ্বকাপের গ্রুপ-পর্ব ঘোষণা হওয়ার পরে তিনি নিজেকে সামলে রাখতে পারেননি। নিজের অভিজ্ঞতা ব্যক্ত করেছেন।

ভুবনেশ্বর বলেছেন, “পাকিস্তান ম্যাচের সঙ্গে কোনও কিছুর তুলনা হবে না। এই ম্যাচে যেমন চাপও থাকে, তেমনই উত্তেজনাও অন্য মাত্রার হয়। তবে আমরা এখন থেকেই এই ম্যাচের কথা ভাবব না। কারণ, আমাদের সামনে এখন অনেক ম্যাচ রয়েছে।”

ভুবনেশ্বরের আপাতত লক্ষ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ জয়। বলেছেন, “শ্রীলঙ্কায় আমাদের ম্যাচ রয়েছে। ইংল্যান্ডে টেস্ট ম্যাচ শুরু হবে। তারপরে আইপিএল রয়েছে। এরপরে বিশ্বকাপ নিয়ে ভাবা যাবে।”

সোমবারই ওমানে টি২০ বিশ্বকাপের গ্রুপ বিন্যাস ঘোষিত হয়েছে। পাকিস্তানের পাশাপাশি ভারতের গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড এবং আফগানিস্তান। বাকি দু’টি দল যোগ্যতা অর্জন করে আসবে। শেষ বার ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিল ভারত।