My Sports App Download
500 MB Free on Subscription


১২ কেজি ওজন বাড়ানো ব্রাজিলিয়ানকে দেখে অবাক!

রবিনহো বসুন্ধরা কিংসের মূল ভরসা ছিলেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি না বাড়ানোয় তাকে আর পাওয়া যাচ্ছে না। এখন দলের আরেক তারকা মিগেল ফেরেইরার ওপর অনেক আশা ভরসা টিম ম্যানেজমেন্টের। কিন্তু ২৪ বছর বয়সী ব্রাজিলিয়ানের বর্তমান স্বাস্থ্য দেখে তো সবাই অবাক। দেশ থেকে ১২ কেজি ওজন বাড়িয়ে এসেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। তাই তাকে ঘিরে বড় পরিকল্পনা থাকলেও এখন তা থেকে কিছুটা সরে আসতে হচ্ছে।

আগামী সোমবার ভুটানে যাচ্ছে কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগের খেলা খেলতে। এবার তাদের গ্রুপে লেবাননের নেজমাহ ও ভারতের ইস্ট বেঙ্গলের মতো জায়ান্ট দল রয়েছে। তাদের বিপক্ষে খেলতে হলে আগের সেই ছিপছিপে মিগেলকে প্রয়োজন। যার পায়ে সুনিপুণ পাস আছে। আছে দূরপাল্লার শটও। যা থেকে নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করানোতে সিদ্ধহস্ত।

দিনকয়েক হলো কিংস অ্যারেনাতে নিজের ফিটনেস ফিরিয়ে আনতে পরিশ্রম করে যাচ্ছেন মিগেল। তবে তাকে আসলেই ২৬ অক্টোবর প্রথম ম্যাচের আগে পুরো ফিট পাওয়া যাবে কিনা সংশয় দেখা দিয়েছে।

মিগেলের মতো উচু পারিশ্রমিকের একজন পেশাদার খেলোয়াড় এভাবে ফিটনেসের বিষয়ে উদাসীন থাকবেন, তা ভাবতে পারেনি ক্লাব কর্তৃপক্ষ। তাদের একজন তো বলেই দিলেন, ‘মিগেল ১২ কেজি ওজন বাড়িয়ে এসেছে। এটা চিন্তা করা যায়! আমাদের চ্যালেঞ্জ লিগ খেলতে বেশি সময় নেই। ওর মতো কুশলি মিডফিল্ডার বেশ প্রয়োজন। আসলে ব্রাজিলিয়ানদের অনেকেই আছে অফ সিজনে ফিটনেসের ধার ধারে না। এখন দেখা যাক কী হয়।’

তবে কিংসের রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতা এ নিয়ে বেশি মন্তব্য করতে চাননি। বাংলা ট্রিবিউনকে শুধু বলেছেন, ‘মিগেলের খেলা আগে আমি দেখেছি। ও ভালো খেলোয়াড়। কোনও সংশয় নেই। তবে এত ওজন বাড়িয়ে দলে যোগ দিয়েছে, এতে আমার কী করার আছে। এখন চ্যালেঞ্জ লিগের আগে ওকে যতটুকু ফিট করা যায়।’