My Sports App Download
500 MB Free on Subscription


বেঙ্গালুরুর ভরাডুবির কারণ ঘনঘন খেলোয়াড় পরিবর্তন!

প্রায় প্রতিটি নিলামেই বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সদের সঙ্গে নতুন এক ঝাঁক ক্রিকেটারদের নিয়ে দল সাজায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ব্যয়বহুল দল সাজিয়েও শিরোপা জিততে পারে না তারা। প্রতিবার পুরো স্কোয়াড বদলে ফেলার কারণে মালিকপক্ষকে দুষছেন আশিষ নেহরা।

শুক্রবার এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বেঙ্গালুরু। দলটি প্লে অফ থেকে বিদায় নেয়ার পর থেকে আলোচনা শুরু হয়েছে তাদের ভুলগুলো নিয়ে। প্রশ্ন উঠছে বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে।

এরই ফলশ্রুতিতে দল শিরোপা জিততে না পারায় কোহলিকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার কথা জানিয়েছেন গৌতম গম্ভীর। যদিও কোহলির প্রতি আস্থা রাখছেন বীরেন্দর শেবাগ। এবার স্টার স্পোর্টসের সঙ্গে এক কথোপকথনের সময় বেঙ্গালুরুর ভুল নিয়ে কথা বলেছেন দলটির সাবেক বোলিং কোচ নেহরা।

নেহরা বলেন, ‘আপনি খেলোয়াড় কোথায় পাবেন? আপনি প্রতিটি নিলামে পুরো স্কোয়াড পরিবর্তন করতে পারবেন না। এমন না যে ২-৩ জন বাদে আপনি বাকি ১৬-১৮ জন খেলোয়াড়কে পরিবর্তন করবেন। তাদের উচিত একই খেলোয়াড়কে কমপক্ষে তিন বছর ধরে খেলানো। কারণ একটি দল তৈরি করা একটি প্রক্রিয়া, যাতে তারা খুব তাড়াহুড়ো করে।’

বেঙ্গালুরু ও কিংস ইলেভেন পাঞ্জাবের একই দশা বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক এই পেসার। সেই সঙ্গে কোহলি এবং এবি ডি ভিলিয়ার্সের উপর অতি নির্ভরশীলতাকেও দায় দিচ্ছেন সাবেক বাঁহাতি এই পেসার।

নেহরা ভাষ্যমতে, ‘বেঙ্গালুরু সবচেয়ে বেশি ভরসা করে বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্সের ওপর। পুরো দল এবং পুরো স্কোয়াড তাদেরকে ঘিরেই তৈরি করা হয়, এই বিষয়টি ঠিক নয় কারণ খেলাটি ১১ জনের। আপনার কমপক্ষে ৫ জন খেলোয়াড় থাকা উচিত। আপনি অন্য কোনও ফ্রাঞ্চাইজির দিকে তাকাতে পারেন। কিংস ইলেভেন পাঞ্জাবেরও একই সমস্যা রয়েছে, যেখানে তাদের দু'জনও নেই, পাশাপাশি তারা আরও বেশি পরিবর্তন আনে।’