My Sports App Download
500 MB Free on Subscription


কোচিংয়ের জন্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ওয়েড

চাইলে আরও কয়েক বছর খেলে যেতে পারতেন। তবে ৩৬ বছর বয়সে থামলেন ম্যাথু ওয়েড। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন এই অজি উইকটরক্ষক-ব্যাটার। এখন তিনি অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে যোগ দেবেন। এমনটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

২০১১ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক ওয়েডের। খেলেছেন ৩৬ টেস্ট, ৯৭ ওয়ানডে ও ৯২ টি-টোয়েন্টি। অস্ট্রেলিয়ার হয়ে তাঁর সর্বশেষ দেখা গেছে গত জুনে, টি-টোয়েন্টি বিশ্বকাপে। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও বিগ ব্যাশে খেলে যাবেন তিনি।

অবসরের প্রসঙ্গে ওয়েড বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে হয়তো আমার আন্তর্জাতিক দিনগুলো শেষ হতো, এটা নিয়ে আমি পুরোপুরি অবগত ছিলাম। গত ছয় মাস ধরে আমার আন্তর্জাতিক অবসর এবং কোচিং নিয়ে জর্জ (বেইলি) ও অ্যান্ড্রুর (ম্যাকডোনাল্ড) সঙ্গে নিয়মিত কথা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গত কয়েক বছর ধরে কোচিং আমার রাডারের মধ্যে আছে এবং পথে যাত্রায় কিছু দুর্দান্ত সুযোগ পাওয়ার জন ধন্যবাদ, যেটা জন্য আমি কৃতজ্ঞ ও উচ্ছ্বসিত। আমি বিবিএলে (বিগ ব্যাশ লিগ) খেলে যাব।’