My Sports App Download
500 MB Free on Subscription


ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টে থাকছেন নারী আম্পায়ার

অস্ট্রেলিয়ার-ভারতের মধ্যকার তৃতীয় টেস্টে প্রথমবারের মতো ম্যাচ পরিচালনায় দেখা যাবে নারী আম্পায়ারকে। এই ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন ক্লেয়ার পোলোস্যাক।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হওয়া এই ম্যাচের ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন দুই অভিজ্ঞ আম্পায়ার পল রাইফেল এবং পল উইলসন। তাদের সঙ্গে টিভি আম্পায়ার হিসেবে যুক্ত থাকবেন ব্রুস অক্সেনফোর্ড।

ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ডেভিড বুন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) রীতি অনুযায়ী স্বাগতিক দেশ থেকে বেছে নেয়া হয় চতুর্থ আম্পায়ার।

সেই হিসেবেই ক্রিকেট অস্ট্রেলিয়া বেছে নিয়েছে পোলোস্যাককে। করোনাভাইরাসের বৈশ্বিক সংক্রমণের কারণে এখন কোনো টেস্টেই থাকছেন না নিরপেক্ষ আম্পায়ার। 

ফলে সব ম্যাচ পরিচালনা করতে হচ্ছে স্বাগতিক দেশের আম্পায়ারদের দিয়ে। এবার সেই সুযোগেই ইতিহাস গড়তে যাচ্ছেন অস্ট্রেলিয়ার এই নারী আম্পায়ার।

এর আগে ২০১৯ সালে পুরুষদের ওয়ানডে ম্যাচে নারী অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করে ইতিহাস গড়েছিলেন পোলোস্যাক। এবার ছেলেদের টেস্ট ক্রিকেটেও আম্পায়ার হিসেবে অভিষেক হচ্ছে তার।