My Sports App Download
500 MB Free on Subscription


ভারতের ভিসা পাবেন পাকিস্তানের ক্রিকেটাররা

‘ভারত সরকার ভিসা দিলে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান। নয়তো বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেবে।’- পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি এমন ঘোষণা দিয়েছিলেন গত ফেব্রুয়ারিতে। 

শনিবার প্রতিবেশী দেশ থেকে এহসান মানি পেলেন সুসংবাদ। বিশ্বকাপ খেলার জন্য পাকিস্তানের খেলোয়াড়দের ভিসা দেওয়ার নিশ্চয়তা দিয়েছে ভারত সরকার। ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেদের সভায় এ ঘোষণা দেয়। বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহা জানান, সরকার পাকিস্তান ক্রিকেট দলকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে

এরপর বিসিসিআইয়ের এক কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘পাকিস্তান ক্রিকেট দলের ভিসা সংক্রান্ত জটিলতা সমাধান হয়েছে। তারা যথাসময়েই ভিসা পাবেন। তবে পাকিস্তানের ক্রিকেট ভক্তরা সীমান্ত অতিক্রম করতে পারবেন কিনা নিশ্চিত নয়। বিশ্বকাপের আগে হয়তো এ সিদ্ধান্ত চলে আসবে। তবে আমরা আইসিসিকেও জানিয়েছি এর সমাধানও হবে।’

সীমান্ত উত্তেজনা ও রাজনৈতিক কারণে দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও ভারতের সাপে নেউলে সম্পর্ক। ২০১২ সালের পর দুই দল একবারও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। আইসিসি ইভেন্ট কিংবা এশিয়া কাপ দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মুখোমুখির একমাত্র মঞ্চ। তবে সেখানেও বিভিন্ন সময়ে এসেছে বাঁধা।

২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে পাঞ্জাবে খেলেছিল শহীদ আফ্রিদির দল। পরের বছর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল দুই দল। ২০১৬ সালে আফ্রিদির নেতৃত্বে দল অংশ নিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে। এবার বাবর আজমরা ৫ বছর পর ভারত সফর করবে।চলতি বছরের শেষ দিকে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। এজন্য ৯টি ভেন্যু চূড়ান্ত করেছে আয়োজকরা। কিছুদিনের মধ্যেই বিশ্বকাপের সূচি চূড়ান্ত হতে পারে।

  •