My Sports App Download
500 MB Free on Subscription


মিরাজের প্রথম সেঞ্চুরি

দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন মেহেদী হাসান মিরাজ। ১৩৮তম ওভারে জোমেল ওয়ারিকানের বলে ১৫৯ বলে ১৩ চারে একশ করেন তিনি।

মেহেদী হাসান মিরাজ একপ্রান্তে রান তুলছেন, আরেক প্রান্তের নাঈম হাসান দাঁত কামড়ে ক্রিজে পড়ে ছিলেন। তাদের জুটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ চারশ ছাড়ায়। এ নিয়ে ২২তম বার এক ইনিংসে চারশর বেশি রান করলো তারা।

দলীয় ৩৯০ রানে নাঈমের বিরুদ্ধে এলবিডাব্লিউর জোরালো আবেদনে সফল হন রাকিম কর্নওয়াল। তবে বাংলাদেশি ব্যাটসম্যান রিভিউ নিলে সিদ্ধান্ত পাল্টান আম্পায়ার। ১৪ রানে জীবন পান নাঈম। অবশ্য ইনিংস লম্বা করতে পারেননি। ৪৬ বলে চারটি চারে ২৪ রান করে এনক্রুমাহ বোনারের কাছে বোল্ড হন নাঈম। মিরাজের সঙ্গে নবম উইকেটে তার জুটিটা ছিল ৫৭ রানের।

এর আগে মেহেদী হাসান মিরাজের সঙ্গে পঞ্চাশ রানের জুটি গড়ার পথে ছিলেন তাইজুল ইসলাম। কিন্তু ৪৪ রানে থামতে হলো তাদের। তাইজুলকে উইকেটের পেছনে জশুয়া ডা সিলভার গ্লাভসবিন্দ করেন শ্যানন গ্যাব্রিয়েল। ৭২ বলে ১৮ রান করেন তাইজুল, ছিল একটি বাউন্ডারি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ৩৫৯ রানে অষ্টম উইকেট হারালো বাংলাদেশ।