আইপিএলের মহা নিলাম শেষ। দীর্ঘ দিন ধরে প্রচুর উত্তেজনা, চুলচেরা হিসাব-নিকাশ, তথ্য বিশ্লেষণ এবং পড়াশোনার পর প্রতিটি দলই নিজেদের দল গুছিয়ে নিয়েছে। নিলামের শেষে কোনও দল খুব খুশি, কারও বা একটু আক্ষেপ। সব মিলিয়ে দু’দিনের সৌদি আরবের জেড্ডায় হওয়া মহা নিলামে বেশ উত্তেজনা দেখা গেল। ভাঙল ইতিহাস। আইপিএলে সবচেয়ে দামী ক্রিকেটার হলেন ঋষভ পন্থ। দ্বিতীয় সর্বোচ্চ দাম পেলেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আয়ার। আইপিএলে সবচেয়ে কম বয়সে কোটিপতি হয়ে নজির গড়ল বৈভব সূর্যবংশী। অনেক অনামী মুখকেও সুযোগ পেতে দেখা গেল।
নিলামে ১০টি দল মোট ১৮২ জন ক্রিকেটারকে কিনেছে। এর মধ্যে ৬২ জন বিদেশি ক্রিকেটার। আট জন ক্রিকেটারের ক্ষেত্রে আরটিএম ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে ১০টি দল ক্রিকেটারদের কিনতে ৬৩৯ কোটি ১৫ লক্ষ টাকা খরচ করেছে।
কলকাতা নাইট রাইডার্স
রিঙ্কু সিংহ (১৩ কোটি, ধরে রাখা হয়েছে) বরুণ চক্রবর্তী (১২ কোটি, ধরে রাখা হয়েছে) আন্দ্রে রাসেল (১২ কোটি, ধরে রাখা হয়েছে) সুনীল নারাইন (১২ কোটি, ধরে রাখা হয়েছে) হর্ষিত রানা (৪ কোটি, ধরে রাখা হয়েছে) রমনদীপ সিংহ (৪ কোটি, ধরে রাখা হয়েছে) বেঙ্কটেশ আয়ার (২৩ কোটি ৭৫ লক্ষ টাকা) অনরিখ নোখিয়া (৬ কোটি ৫০ লক্ষ টাকা) কুইন্টন ডি’কক (৩ কোটি ৬০ লক্ষ টাকা) অঙ্গকৃশ রঘুবংশী (৩ কোটি টাকা) স্পেন্সার জনসন (২ কোটি ৮০ লক্ষ টাকা) মইন আলি (২ কোটি টাকা) রহমানুল্লা গুরবাজ় (২ কোটি টাকা) বৈভব আরোরা (১ কোটি ৮০ লক্ষ টাকা) রভমান পাওয়েল (১ কোটি ৫০ লক্ষ টাকা) উমরান মালিক (৭৫ লক্ষ টাকা) মণীশ পাণ্ডে (৭৫ লক্ষ টাকা) অনুকূল রায় (৪০ লক্ষ টাকা) লভনীত সিসোদিয়া (৩০ লক্ষ টাকা) মায়াঙ্ক মারকান্ডে (৩০ লক্ষ টাকা)
চেন্নাই সুপার কিংস
রুতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি, ধরে রাখা হয়েছে) রবীন্দ্র জাডেজা (১৮ কোটি, ধরে রাখা হয়েছে) মাথিশা পাথিরানা (১৩ কোটি, ধরে রাখা হয়েছে) শিবম দুবে (১২ কোটি, ধরে রাখা হয়েছে) মহেন্দ্র সিংহ ধোনি (৪ কোটি, ধরে রাখা হয়েছে) নুর আহমেদ (১০ কোটি টাকা) রবিচন্দ্রন অশ্বিন (৯ কোটি ৭৫ লক্ষ টাকা) ডেভন কনওয়ে (৬ কোটি ২৫ লক্ষ টাকা) খলিল আহমেদ (৪ কোটি ৮০ লক্ষ টাকা) রাচিন রবীন্দ্র (৪ কোটি টাকা) অংশুল কম্বোজ় (৩ কোটি ৪০ লক্ষ টাকা) রাহুল ত্রিপাঠি (৩ কোটি ৪০ লক্ষ টাকা) স্যাম কারেন (২ কোটি ৪০ লক্ষ টাকা) গুরজপনীত সিংহ (২ কোটি ২০ লক্ষ টাকা) নাথান এলিস (২ কোটি টাকা) দীপক হুডা (১ কোটি ৭০ লক্ষ টাকা) জেমি ওভার্টন (১ কোটি ৫০ লক্ষ টাকা) বিজয় শঙ্কর (১ কোটি ২০ লক্ষ টাকা) বংশ বেদী (৫৫ লক্ষ টাকা) আন্দ্রে সিদ্ধার্থ (৩০ লক্ষ টাকা) শ্রেয়স গোপাল (৩০ লক্ষ টাকা)