কুঁচকির চোটে অস্বস্তির কারণে সাকিব আল হাসানকে ছাড়া তৃতীয় দিনের সকালে মাঠে নেমেছে বাংলাদেশ। দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম বলেন, ‘আপাতত সাকিব ফিল্ডিংয়ে নামবেন না। তাকে বিশ্রামে রাখা হয়েছে।’
সাকিব দলের সঙ্গে ফিল্ডিংয়ে না নামলেও স্টেডিয়ামে এসেছেন। ড্রেসিংরুমে বিশ্রামে আছেন। তাকে পর্যবেক্ষণ করছেন ফিজিও জুলিয়ান কেলাফতে। শুক্রবার বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, সাকিবের স্ক্যান করানো হবে কি না আজ সিদ্ধান্ত নেবে দল।
গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষ করার আগে মাঠে ছাড়েন সাকিব। দিনের শেষ ঘণ্টার খেলায় মাঠে ছিলেন না তিনি। ষষ্ঠ ওভার শেষে উঠে যান। এর আগে ৬ ওভার হাত ঘোরান, রান দেন ১৬।
কুঁচকির চোট কাটিয়ে মাঠে ফেরা সাকিবকে স্বস্তিতে দেখা যায়নি। বোলিং করেছেন ধীর গতিতে। ফিল্ডিংয়েও ছিলেন মন্থর। এর আগে ব্যক্তিগত তৃতীয় ওভারের তৃতীয় বলে ফিল্ডিং করতে গিয়ে অস্বস্তি অনুভব করেন। এরপর বোলিং চালিয়ে গেলেও মোটেও ফিট ছিলেন না তিনি। ব্যাটিংয়ে দারুণ খেলে ৬৮ রান করেছিলেন তিনি।