My Sports App Download
500 MB Free on Subscription


অস্ট্রেলিয়ার স্কোয়াডে ৫ নতুন মুখ

ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে ডাক পেয়েছেন ৫ জন নতুন মুখ। তাদের মধ্যে রয়েছেন উইল পুকোভস্কি। এ ছাড়াও এই দলে রয়েছেন আরেক তরুণ অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

দুজনেই শেফিড শিল্ডে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় এসেছেন সম্প্রতি। তবে সবচেয়ে বেশি আলোড়ন হচ্ছে পুকোভস্কিকে নিয়ে। তিনি অভিজ্ঞ মার্কাস হ্যারিসকে নিয়ে কদিন আগেই শেফিল্ড শিল্ড ইতিহাসের সর্বোচ্চ জুটির রেকর্ড গড়েছেন।

এই দুজনে ছাড়িয়ে গেছেন ৩০ বছর আগে স্টিভ ও মার্ক ওয়াহর গড়া জুটিকে। অ্যাডিলেইডে ভিক্টোরিয়ার হয়ে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮৬ রানের উদ্বোধনী জুটি গড়েছেন হ্যারিস ও পুকোভস্কি।

শেফিল্ড শিল্ডে টানা দুই ম্যাচে ডাবল সেঞ্চুরিও হাঁকিয়েছেন পুরোভস্কি। এক ম্যাচে ২৫৫ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন তিনি। এই দুজনের সঙ্গে দলে জায়গা পেয়েছেন মিচেল সুয়েপসন, মিচেল নেসার এবং শেন অ্যাবোট। 

শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের হয়ে খেলা জো বার্নস ৫ ইনিংসে মাত্র ৫৭ রান করেছেন। এমন পারফরম্যান্সের পরো তাঁকে দলে রেখে দিয়েছেন অস্ট্রেলিয়া দলের নির্বাচকরা। তবে দলে ঢোকার আগে তাঁকে করোনা পরীক্ষায় পজেটিভ প্রমাণিত হতে হবে।

বার্নস এবং পুরোভস্কি দুজনই ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের অস্ট্রেলিয়া 'এ' দলে আছেন। মূল সিরিজের আগে অস্ট্রেলিয়া 'এ' দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের।

অস্ট্রেলিয়া স্কোয়াডঃ শেন অ্যাবোট, জো বার্ন্স, প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, মার্নাস ল্যাবুশেন, নাথান লায়ন, মিচেল নেসার, টিম পেইন (অধিনায়ক), জেমস প্যাটিনসন, উইল পুকোভক্সি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, ম্যাথু ওয়েড এবং ডেভিড ওয়ার্নার।