My Sports App Download
500 MB Free on Subscription


ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেন সাকিব

দুর্দান্ত পত্যাবর্তনের সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন সাকিব আল হাসান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বোলিং করার সময় কুঁচকিতে টান পড়ে তার।

ফিজিও জুলিয়ান ক্যালিফাতে মাঠে এসে তার কিছু প্রাথমিক চিকিৎসা দেন। এরপর দৌড়ানোর চেষ্টা করেন সাকিব। কিন্তু ব্যর্থা অনুভব করায় মাঠ থেকে উঠে যান তিনি। বাঁ-হাতি এই স্পিনারের শেষ এই ম্যাচে মাঠে নামার সম্ভাবনা কম।

এর আগে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২৯৭ রান করে। বড় সংগ্রহের এই ম্যাচে ব্যাট হাতে ৫১ রান করেন সাকিব। তবে উইকেটে কাটান দীর্ঘ সময়। এরপর বল হাতে ৪.৫ ওভার করতেই ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন।

সাকিব সোমবার তার করা ওই ৪.৫ ওভার থেকে দেন মাত্র ১২ রান। এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম দুই ম্যাচেই নিজের জাত চেনান সাকিব। নিষেধাজ্ঞা থেকে ফিরেই ক্যারিয়ারের তৃতীয় সেরা বোলিং করে ম্যাচ সেরা হন। পরের ম্যাচে নেন ২ উইকেট। সঙ্গে ব্যাট হাতে ৪৩ রানের হার না মানা ইনিংস খেলেন।