বাংলায় একটা বহুল প্রচলিত প্রবাদ রয়েছে। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। বাংলা এই প্রবাদের জ্বলন্ত দৃষ্টান্ত দেখা গেছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিন্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পেয়ে শেষ ওয়ানডে এবং পুরো টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। ওয়ার্নারের ছিটকে যাওয়া ভারতের জন্য আশির্বাদ দেখছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লোকেশ রাহুল। তাঁর মতে ভারত এর ফলে বেশ সুবিধা পাবে। একই সঙ্গে তিনি চান অজি এই ওপেনার যেন লম্বা সময়ের জন্য ইনজুরিতে পড়েন। রাহুল বলেন, 'আমরা জানি না তাঁর চোটটা কতটা গুরুতর। তবে এটা ভালোই হবে যদি সে লম্বা সময়ের জন্য ছিটকে যায়। সে দলের অন্যতম প্রধান ব্যাটসম্যান।' 'আমার এমনটা আশা করা মোটেও উচিত নয় কিন্তু তাঁর অনুপস্থিতি দলের জন্য আশির্বাদস্বরুপ। লম্বা সময় তাঁর দলে না থাকা আমাদের জন্য খুবই ভালো।' আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যাওয়ার সঙ্গে সঙ্গে টেস্ট সিরিজে ওয়ার্নারের খেলা নিয়েও জেগেছে শঙ্কা। বাঁহাতি এই ওপেনারের পরিবর্তে টি-টোয়েন্টি দলে ডাক পড়েছে আরেক বাঁহাতি ওপেনার ডি'আর্চির। সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৬ বলে ৬৯ রানের ইনিংস খেলেছিলেন ওয়ার্নার। দ্বিতীয় ম্যাচে করেছিলেন ৭৭ বলে ৮৩ রান।