My Sports App Download
500 MB Free on Subscription


নিরপেক্ষ আম্পায়ার না থাকায় হতাশ বুমরাহ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্টে অগ্নিঝড়া বোলিংয়ের পর দিনের সকল আলো নিজের দিকে টেনে নিয়েছেন ভারতীয় গতি তারকা জসপ্রিত বুমরাহ। এমন নজরকারা পারফরম্যান্সের পরেও নিরপেক্ষ আম্পায়ার না থাকার দিন শেষে হতাশা ঝরেছে তাঁর কণ্ঠে।

করোনা মহামারীর মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে আবারো ব্যস্ততা শুরু হয়েছে। কিন্তু এর মাঝেও জৈব সুরক্ষা বলয়ের কঠিন চাদরে খেলোয়াড়দের মুড়িয়ে সিরিজ আয়োজন হচ্ছে। সফরকারী দেশগুলোর খেলোয়াড়দের কঠিন কোয়ারেন্টিন শর্ত পূরণ করে তবেই মাঠে নামার অনুমতি মিলছে।

খেলোয়াড়রা কঠিন একাধিক করোনা পরীক্ষায় নেগেটিভ ও সঙ্গরোধের মত শর্ত পূরণ করার পরে তবেই খেলার অনুমতি পাচ্ছেন। কিন্তু আম্পায়াররা এখনো এর আওতামুক্ত। স্বাগতিক আম্পায়াররাই পরিচালনা করছেন সিরিজগুলো। এখনো নিরপেক্ষ আম্পায়ারদের ভ্রমণ না করা দুর্ভাগ্যজনক বলে মনে করেন বুমরাহ।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'আম্পায়ারদের ভ্রমণ না করতে পারা দুঃখজনক। কিন্তু এটি এমন একটি ব্যাপার যা পরিবর্তনের ক্ষমতা আমার হাতে নেই। যা পরিবর্তনের ক্ষমতা আমাদের হাতে রয়েছে সেটিই মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকা উচিত। আর এই মুহূর্তে আমাদের দল সেখানেই মনোযোগী রয়েছে।'

ভারত-অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্টে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন দুই অজি ব্রুস অক্সেনফোর্ড ও পল রাইফেল। আম্পয়ারদের বিষয়ে সিদ্ধান্ত খেলোয়াড়দের নিয়ন্ত্রণে নেই। আর তাই বিষয়টি দুঃখজনক হলেও এদিকে বেশি মনোযোগ দিতে নারাজ এই ভারতীয় গতি তারকা।

বুমরাহ আরো যোগ করেন, 'এই বিষয়গুলো এমন যেটি আমরা নিয়ন্ত্রণ করতে পারছিনা। পরিস্থিতি কঠিন তা বুঝতে পারছি এবং এর কোনটিই আমাদের হাতে নেই। তাই আমি এমন কোন দিকে মনোযোগ দিতে চাইনা যেটি আমাদের নিয়ন্ত্রণ নেই।'

মূলত টেস্টে নিরপেক্ষ আম্পায়ারের প্রয়োজনীয়তার সলতের মধ্যে আগুন দিয়েছে মেলবোর্নে তৃতীয় আম্পায়ার পল উইলসনের দেয়া একটি সিদ্ধান্ত। অস্ট্রেলিয়ার ইনিংসের ৫৫ তম ওভারে টিম পেইনের বিপক্ষে রান আউটের আবেদন করেছিলো ভারতীয় ফিল্ডাররা।

টিভি আম্পায়ার 'নট আউটের' সিদ্ধান্ত দিলে সেটি মনঃপুত হয়নি সফরকারীদের। এমনকি সিদ্ধান্তটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় ওঠে। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার নিরপেক্ষ আম্পায়ারের প্রয়োজনীয়তা জানিয়েছিলেন। খেলোয়াড়রা পরিবার ছেড়ে থাকার ত্যাগ স্বীকার করতে পারলে আম্পায়ারদের জন্যও একই নিয়ম থাকা উচিত বলে মত ছিলো তাঁর।