তিন দলের বিসিবি প্রেসিডেন্টস কাপের পর এবার মাঠে গড়াতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। আগামী ২৪ নভেম্বর পর্দা উঠবে ৫ দলের এই টুর্নামেন্টের। আসন্ন এই টুর্নামেন্টের অন্যতম দল ফরচুন বরিশালের হয়ে খেলবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
প্রেসিডেন্টস কাপে আশানুরূপ খেলতে না পারলেও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ভালো কিছু করতে চান এই ক্রিকেটার। এই টুর্নামেন্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতিটাও সেরে নিতে চান মিরাজ।
তিনি বলেন, 'অনেকদিন পর এরকম একটা ভালো টুর্নামেন্ট শুরু হবে। আমি মনে করি সব দলই অনেক ভালো সাজিয়েছে। সবাই অনেক উদ্বিগ্ন হয়ে আছে যে না আমরা টুর্নামেন্টটা খেলব ভালো খেলার আশা থাকবে।'
'আমিও চেষ্টা করব যে শেষ টুর্নামেন্টটা অতো ভালো খেলতে পারিনি কিন্তু এই টুর্নামেন্টের মাধ্যমে হয়ত আরো নিজেকে ঝালিয়ে নিয়ে সামনে আন্তর্জাতিক খেলার জন্য প্রস্তুত হতে পারবো।'
মাঝখানে একটি টুর্নামেন্ট খেলায় ক্রিকেটারদের জন্য খুব একটা সমস্যা হবে না বলে মনে করেন মিরাজ, 'আলহামদুলিল্লাহ আপনারা যদি দেখেন যে লকডাউনের পর কিন্তু আমরা একটি টুর্নামেন্ট পার করে এরপর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলব। ক্রিকেটা যে মাঠে ফিরেছে এটা আসলে প্রত্যেক খেলোয়াড়ের জন্য সুখবর আমাদের জন্যও।'
নিজেদের দলকে বেশ ভারসম্যপূর্ণ মনে করেন মিরাজ, 'এরকম একটি টুর্নামেন্ট হচ্ছে প্রত্যেকটি প্লেয়ারই খেলার সুযোগ পাবে এবং এখানে যার যার যে টিমে নেতৃত্ব দেয়ার চেষ্টা করবে। আমি এবার সুযোগ পেয়েছি ফরচুন বরিশালে খেলার জন্য আর আল্লাহর অশেষ রহমতে আমাদের দলটাও অনেক ভালো হয়েছে। তামিম ভাই, তাসকিন ভাই আমি আছি তারপরে আফিফ, সুমন খান আছে মানে খুব ভালো ভারসম্য আছে দলে।'