২৩ মে থেকে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামছে সফরকারী শ্রীলঙ্কা। তিন দিনের বাধ্যতামূলক রুম কোয়ারেন্টিন শেষে বুধবার অনুশীলনে ফিরেছে লঙ্কান ক্রিকেটাররা। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের অনুশীলন শেষে বাংলাদেশ দলকে এক প্রকার হুমকিই দিয়ে রাখলেন লঙ্কান ক্রিকেটার ইসুরু উদানা।
এক প্রশ্নের জবাবে লঙ্কান এই ক্রিকেটার সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘সত্যি বলতে বাংলাদেশ দলে বেশ কয়েকজন তারকা আছেন। বিপরীতে আমরা তরুন দল নিয়ে এসেছি কিন্তু আমাদের হারানোর কিছু নেই। আমরা এখানে ওদের (বাংলাদেশ) হারাতে এসেছি। তাই আমরা নিজেদের সেরাটা দিতে চাই। কারণ বাংলাদেশ নিজেদের মাঠে খুবই বিপদজনক দল।’
ইসুরু উদানার বিপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতা এই সিরিজে কাজে লাগাতে চান, ‘আমি এখানে ৪-৫ মৌসুম বিপিএল খেলেছি। সেদিক থেকে আমার অভিজ্ঞতা আছে এখানে খেলার। কিন্তু নির্দিষ্ট দিনে কোন ম্যাচ জিততে হলে সেরাটা দিতে হয়। আমরা এখন সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছি।’ইদানিং ঢাকায় প্রচণ্ড গরম। তবে এর চেয়েও বেশি গরমে থাকার অভিজ্ঞতা আছে শ্রীলঙ্কার।
এ ব্যাপারে এই অলরাউন্ডার বলেছেন, ‘খুব একটা সমস্যা হবে না। কারণ শ্রীলঙ্কায় এখান থেকেও বেশি গরম পরছে ইদানিং।’ তিন দিনের কোয়ারেন্টিন কাটিয়ে দুইদিন ধরে অনুশীলন করছে শ্রীলঙ্কা। তবুও অনুশীলনের কোন ঘাটতি দেখছে না তারা, ‘ আমার মনে হয় আমরা খেলার জন্য প্রস্তুত হয়ে গেছি। কারণ কলম্বোতে আমরা ৫-৬ দিনের অনুশীলন ক্যাম্প করেছি। এখানে দুটি সেশন পেয়েছি, তো আমরা তৈরি।’