বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক আজিঙ্কা রাহানে। তাঁর অনবদ্য সেঞ্চুরিতেই দ্বিতীয় টেস্টে চলকের আসনে রয়েছে ভারত। এদিন সেঞ্চুরি করে অধিনায়ক হিসেবে শচিন টেন্ডুলকারের রেকর্ড স্পর্শ করেছেন রাহানে। এছাড়া আরও একাধিক রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
সন্ত্যান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে প্রথম টেস্ট খেলেই দেশে ফিরেছেন ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। তাঁর অবর্তমানে নেতৃত্বের ভার সামলাচ্ছেন রাহানে। ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসেবে মেলবোর্ন টেস্টে সেঞ্চুরি করলেন ডানহাতি এই ব্যাটসম্যান।
১৯৯৯ সালে মেলবোর্নে ভারতের একমাত্র অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করেছিলেন শচিন। এ ছাড়া এশিয়ার চতুর্থ অধিনায়ক হিসেবে মেলবোর্নে সেঞ্চুরি করেছেন রাহানে। এর আগে অধিনায়ক হিসেবে সেঞ্চুরি আছে পাকিস্তানের হানিফ মোহাম্মদ এবং মোহাম্মদ ইউসুফের।
দীর্ঘদিন ধরেই ভারতকে নেতৃত্ব দিচ্ছেন কোহলি। এই সময়ের মধ্যে শচিনের বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছেন তিনি। তবে অধিনায়ক হিসেবে মেলবোর্নে সেঞ্চুরির স্বাদ পাননি আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। দ্বিতীয় দিনশেষে ১০৪ রানে অপরাজিত আছেন রাহানে।
এই ইনিংস খেলতে ১২টি চার মেরেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। শুধু শচিনের রেকর্ডেই ভাগ বসাননি। সেই সঙ্গে কিংবদন্তি বিনু মাঁকড়ের পর রাহানেই ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে মেলবোর্নে দ্বিতীয়বার সেঞ্চুরি করেছেন।
এর আগে ২০১৪ সালে ১৭১ বলে ১৪১ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন রাহানে। এছাড়া পঞ্চম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করেছেন তিনি। এর আগে অজিদের মাটিতে সেঞ্চুরি আছে শচিন, কোহলি, মোহাম্মদ আজহারউদ্দিন এবং সৌরভ গাঙ্গুলির।