আগামী ২৮ আগস্ট থেকে মাঠে গড়াবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসর। তৃতীয়বারের মতো জ্যামাইকা তালাওয়াগহসে ফিরছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার এক টুইট বার্তায় সিপিএল কর্তৃপক্ষ সাকিবের ফেরার খবরটি নিশ্চিত করেছে।
সিপিএলের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিবের বোলিংয়ের ভিডিও পোস্ট করে তারা লিখেছে, ‘সিপিএল ২০২১ সংস্করণে জ্যামাইকা তালাওয়াসে ফিরলেন সাকিব।’
জ্যামাইকার হয়ে ২০১৬ সালে শিরোপা জিতেছিলেন সাকিব। ২০১৩ সালে টুর্নামেন্টের প্রথম আসরে বারবাডোজ ট্রাইডেন্টেসের হয়ে অংশ নেন এই অলরাউন্ডার। ২০১৯ সালে এই দলটির হয়েও শিরোপা জেতেন তিনি। সিপিএলে সাকিবের পারফরম্যান্স দূর্দান্ত। ৩০ ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা ২৯ টি। এছাড়া ২৫ ইনিংসে ১৬.৮৫ গড়ে করেছেন ৩৫৪।