My Sports App Download
500 MB Free on Subscription


৬৩ রানে জিতলো চট্টলা ইস্টজোন

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নবম আসরে ক্রিকেট ইভেন্টে দ্বিতীয় দিনে মুখোমুখি হয়েছে চট্টলা ইস্টজোন ও জাহাঙ্গীরাবাদ সেন্ট্রালজোন। বরিশালের আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটিতে ৬৩ রানের বড় জয় পেয়েছে চট্টলা ইষ্টজোন।

শুক্রবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট ও চট্টগ্রাম বিভাগের খেলোয়ারদের নিয়ে গড়া চট্টলা ইস্টজোন। আগে ব্যাটিং করে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৬৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দলটি। দলের হয়ে হৃদয় দেব সর্বোচ্চ ৯৪ রানের ইনিংস খেলেছেন। ১৪৩ বলে ৮ চার ও ২ ছক্কায় হৃদয় নিজের ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া অধিনায়ক রিয়াদ খানের ব্যাট থেকে আসে ৯৩ রানের ঝকঝকে এক ইনিংস।  

জাহাঙ্গীরাবাদ সেন্ট্রালজোনের শাহরিয়ার আলম মাহিম একাই নিয়েছেন ৫ উইকেট। এছাড়া আবু বক্কর আহমেদ ও আবদুল্লাহ আল তৌফিক দুটি করে উইকেট নিয়েছেন। বাকি উইকেটটি নিয়েছেন সানজিদুর রহমান সোহান।২৭০ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জাহাঙ্গীরাবাদ সেন্ট্রালজোন। ২৭ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়া দলটিকে উদ্ধার করার চেষ্টা করেন তিন নম্বরে নামা আরিফুল ইসলাম। ৭৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় আরিফুল ৬৭ রানের ইনিংস খেলেছেন। 

তবে মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় ৪৬.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৬ রান করতে পারে জাহাঙ্গীরাবাদ। দলের দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে অধিনায়ক আমির হোসেনের ব্যাট থেকে। এছাড়া সাগর আহমেদ ৩৭ বলে ২০ রানের ইনিংস খেলেছেন।চট্টলা ইস্টজোনের সেরা বোলার মোস্তাকিম মিয়া। তিনি ৩১ রান খরচায় তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া আহমেদ শরিফ, মাজহারুল হক দুটি করে উইকেট নিয়েছেন। 

আগামী শনিবার ক্রিকেট ইভেন্টের কোন ম্যাচ নেই। একদিন বিরতির দিয়ে আগামী রবিবার তৃতীয় ম্যাচটি বরিশালের আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সকাল নয়টায় চট্টলা ইস্টজোনের প্রতিপক্ষ চন্দ্রদ্বীপ সাউথজোন। চট্টলা আজকের ম্যাচ জিতলেও আগেরদিন বরেন্দ্র নর্থজোনের বিপক্ষে হেরেছে চন্দ্রদ্বীপ সাউথজোন।