নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে মাঠে গড়াতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ফিন অ্যালেন। ২১ বছর বয়সী এই অলরাউন্ডারের ১৩ টি কুড়ি ওভারের ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। এছাড়া দুই বছর পর দলে ফিরেছেন অ্যাডাম মিলনে।
নিউজিল্যান্ডের হয়ে ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকা মিলনে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন পাকিস্তানের বিপক্ষে ২০১৮ সালে। ঘরোয়া ক্রিকেটে এই পেসারের সাম্প্রতিক পারফরম্যান্সই জাতীয় দলে সুযোগ করে দিয়েছে।
ফিন অ্যালেন ছাড়াও উইল ইয়ং সামনেও কুড়ি ওভারের ক্রিকেটে অভিষেক হওয়ার হাতছানি। ওয়ানডের মতো স্বাগতিকদের পেস বোলিংয়ে সেরা ইউনিটই থাকছে টি-টোয়েন্টিতে। আগামী ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল হবে যথাক্রমে নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টনে তিনটি টি-টোয়েন্টি।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল: টিম সাউদি (অধিনায়ক),ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটকিপার ব্যাটসম্যান), মার্টিন গাপটিল, টড অ্যাসলে, ড্যারেল মিচেল, ইশ সোধি, উইল ইয়ং, হামিশ বেনেট, মার্ক চ্যাপম্যান, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও গ্লেন ফিলিপস।