My Sports App Download
500 MB Free on Subscription


২০২৩ সাল পর্যন্ত ঘরোয়া ক্যালেন্ডার চূড়ান্ত হচ্ছে

দীর্ঘদিন আলোচনার টেবিলে থাকার পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে দীর্ঘমেয়াদী ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডার। আগামী তিন মৌসুমের জন্য ঘরোয়া ক্রিকেটের সূচি চূড়ান্ত করার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি সপ্তাহে এই নিয়ে স্থানীয় একটি হোটেলে সভা শেষে এমন সিদ্ধান্ত নেয় বিসিব। বুধবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনও সংবাদ মাধ্যমকে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন।

বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিনি বলেছেন, ‘এফটিপি ২০২৩ সাল পর্যন্ত আন্তর্জাতিক সিরিজগুলো ঠিক করা আছে। এটাকে মাথায় রেখে আমাদের ঘরোয়া লিগের জন্যও ২০২৩ সাল পর্যন্ত একটা ক্যালেন্ডার তৈরি করা হবে। বিশেষ করে মূল যে টুর্নামেন্টগুলো আছে ঢাকা প্রিমিয়ার লিগ, বিপিএল, জাতীয় লিগ সহ অন্যান্য যে প্রতিযোগিতাগুলো আছে সে টুর্নামেন্টগুলোর একটা সূচি নির্ধারণ করার জন্য আমরা কাজ করছি।’কবে নাগাদ ক্যালেন্ডার প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাহী বলেছেন, ‘এ ব্যাপারে প্রক্রিয়াগত কিছু ব্যাপার সংশ্লিষ্ট কমিটি থেকে সুপারিশ আসার পরই আমরা প্রকাশ করতে পারবো। অবশ্যই সেটি বোর্ডের অনুমোদন সাপেক্ষে। প্রাথমিকভাবে আমাদের চেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব ঘরোয়া ক্রিকেটকে ফিরিয়ে নিয়ে আসা।’

চলমান ইমার্জি কাপ শেষে জাতীয় লিগ দিয়ে চলতি মৌসুমের ঘরোয়া ক্রিকেট ফেরানোর ভাবনায় বিসিবি। ইতিমধ্যে চারদিনের প্রস্তুতি ম্যাচ শেষ হয়েছে। বাকি ৫টি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি শেষ হবে ১৮ মার্চ। এরপরই মূলত ঘরোয়া ক্রিকেট ফেরাবে বিসিবি, ‘ইমার্জির কাপের পরই আমরা চেষ্টা করবো ঘরোয়া ক্রিকেটকে ফিরিয়ে আনার। এই মুহুর্তে লঙ্গার ভার্সন দিয়েই হয়তো আমরা ঘরোয়া ক্রিকেট শুরু করবো। পরবর্তীতে ঢাকা প্রিমিয়ার লিগ পরিচালনার পরিকল্পনা রয়েছে।’চলতি আসরে বিপিএল আয়োজন নিয়ে প্রধান নির্বাহী বলেছেন, ‘বিপিএল পরবর্তী আসরের জন্য আমরা একটা স্লট বের করে রেখেছি। বিপিএল গভর্নিং কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে আমরা এটা প্রকাশ করবো।’

  •