My Sports App Download
500 MB Free on Subscription


টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

করোনাভাইরাসের লম্বা বিরতি শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলো বাংলাদেশ ক্রিকেট দল। ৩১৩ দিন পর মাঠে নেমেই টস জিতেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা সাড়ে ১১টায় শুরু হবে।

এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন এক বছরের নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করা সাকিব আল হাসান। এছাড়া এই ম্যাচ দিয়ে তামিম যুগ শুরু হচ্ছে। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও আনুষ্ঠানিক ভাবে আজই টস করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

কারিবীয়দের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ দলে মাহমুদুল হাসানের অভিষেক হচ্ছে। বাংলাদেশের ১৩৪তম ওয়ানডের ক্রিকেটারের ক্যাপ উঠেছে তরুণ পেসারের মাথায়। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৬ ক্রিকেটারের এই ম্যাচে অভিষেক হয়েছে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল আমব্রিস (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জোশুয়া ডা সিলভা, জাহার হ্যামিল্টন, কেমার হোল্ডার, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, রভম্যান পাওয়েল ও রেমন রেফার।