My Sports App Download
500 MB Free on Subscription


ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে রাখছেন প্রধান নির্বাচক

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। কিন্তু সেই তুলনায় টেস্ট সিরিজে স্বাগতিকদের কঠিন সংগ্রাম করতে হবে। তিনদিনের প্রস্তুতি ম্যাচে সফরকারীদের পারফরম্যান্স তেমন বার্তাই দিয়ে রাখছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু অভিজ্ঞতার দিক থেকে ওয়েস্ট ইন্ডিজকেই এগিয়ে রাখছেন।

তিনদিনের প্রস্তুতি ম্যাচ শেষ হয়েছে রবিবার। ম্যাচটি ড্র হলেও ক্যারিবীয় স্পিনাররা বাংলাদেশি ব্যাটসম্যানদের কঠিন পরিস্থিতিতে ফেলেছিল। ওয়ানডের তুলনায় এই দলটিতে অভিজ্ঞ বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন। ফলে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডের সিরিজের মতো সহজ হবে না টেস্ট সিরিজ। প্রধান নির্বাচক বলেছেন, ‘টেস্ট ক্রিকেট অনেক কঠিন। এ ব্যাপারে অগ্রিম কিছু বলা কঠিন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ অভিজ্ঞতার দিক থেকে আমাদের চেয়ে এগিয়ে। ওরা যে দল নিয়ে এসেছে, ওদের পেসাররা অনেক অভিজ্ঞ।’

মিনহাজুল মনে করেন জিততে হলে সেরা ক্রিকেট খেলতে হবে, ‘আমাদেরকে সেরা খেলাটা খেলতে হবে। ওয়েস্ট ইন্ডিজ টিম কাকে এনেছে, কেমন দল নিয়ে এসেছে, ওদের আক্রমণ কেমন এটা চিন্তার বিষয় না। আমাদের চিন্তা হল আমরা আমাদের সেরাটা খেলবো, ওয়ানডে সিরিজে ভালো একটা রেজাল্ট নিয়ে আমরা বেরিয়ে এসেছি। আশা করি টেস্ট ক্রিকেটটাও আমরা ভালো করবো।’