My Sports App Download
500 MB Free on Subscription


২৫ তারিখের দিকে তাকিয়ে রাহী

দীর্ঘ বিরতি শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ জানুয়ারি মাঠে গড়াবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। তার আগে ২৫ ডিসেম্বর শুরু হবে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। টেস্টে সিরিজে নিজেদের প্রস্তুত করতে ওই অনুশীলন ক্যাম্পের দিকেই তাকিয়ে আবু জায়েদ রাহী। 

চলতি বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের দলে ছিলেন আবু জায়েদ রাহী। এরপর করোনার প্রভাবে আরও কোন ম্যাচ অনুষ্ঠিত হয়নি। তাইতো টেস্টের নিয়মিত ক্রিকেটার রাহীরও ছিল ছুটি। টেস্ট সিরিজের আগে রাহী জাতীয় দলের ক্যাম্পের দিকে তাকিয়ে আছে। ওই ক্যাম্পের কয়েক সপ্তাহ নিজেকে প্রস্তুত করতে সময়টা কাজে লাগাবেন।

সোমবার সংবাদ মাধ্যমকে রাহী বলেছেন, ‘আসলে যে টুর্নামেন্টগুলো খেলছি সেগুলোও দরকার ছিল। ২৫ তারিখ থেকে যে ক্যাম্পটা শুরু হবে। হয়তোবা সেখানে আমরা আবারও লাল বলে অনুশীলন শুরু করবো। এছাড়া আমরা যখন মাঠে ফিরেছিলাম, তখন কিন্তু লাল বল দিয়েই শুরু করেছিলাম। আমার কাছে মনে হয় না প্লেয়ারদের ম্যাচ ফিটনেস এখন আছে। তবে কয়েক সপ্তাহ অনুশীলন করলেও আবার আগের অবস্থানে ফিরে আসা যাবে। টুর্নামেন্ট শেষেই আমরা লাল বলের ক্রিকেটে যথা সম্ভব মনযোগ দিবো।’

প্রস্তুতির ঘাটতি পূরণ করতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ চলাকালে বাড়তি কিছু কাজ করার সুযোগ আছে বলে মনে করেন ৯টি টেস্ট খেলা এই ক্রিকেটার, ‘আমরা যারা টেস্ট প্লেয়ার আছি, তাদের ভেতরে ভেতরে কিছু অনুশীলন করা উচিত। যেহেতু টেস্ট শুরুর আগে খুব বেশি সময় পাবোনা, লংগার ভার্সন ক্রিকেটও তেমন একটা নাই। আমার কাছে মনে হয় টেস্ট বোলাররা আরও বেশি সময় বল করা, নতুন বলে বল করা এগুলো নিজে নিজে করতে হবে।’

  •