My Sports App Download
500 MB Free on Subscription


৬ মে শুরু হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটের ঢাকা লিগ

গত বছরের মার্চে ঢাকা লিগের প্রথম রাউন্ড শেষেই লিগ বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ বিরতির পর ৬ মে ফের শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। তবে এবার ফরম্যাট বদলে লিগটি হবে কুড়ি ওভারের। রবিবার প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসেছিল ক্রিকেট কমিটি অব মেট্রোপলিটন (সিসিডিএম)। বৈঠক শেষে সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ সংবাদ মাধ্যমকে প্রিমিয়ার লিগের তারিখ জানিয়েছেন।

আগের বলা হয়েছিল শ্রীলঙ্কা সফর শেষে প্রিমিয়ার লিগ আয়োজনের। তবে তারিখটা নির্ধারিত হয়েছে আজ বৈঠকে। সভা নিয়ে সংবাদ মাধ্যমকে সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘আজকে আমাদের সিসিডিএম এর সভা ছিল। ১২টি ক্লাব যারা আছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের তাদের সকলের সঙ্গে আমরা একটি সভা করেছি। সামনে জাতীয় দলের ক্রিকেটারদের আন্তর্জাতিক ব্যস্ততা অনেক, আমরা উইন্ডো পাচ্ছি না। গতবছর আমরা ঢাকা প্রিমিয়ার লিগ চালিয়ে যেতে পারিনি। আমরা ঢাকা প্রিমিয়ার লিগটা মে মাসের ৬ তারিখ থেকে শুরু করতে পারবো।

সময় স্বল্পনার কারনে ঢাকা লিগের ফরম্যাট বদলে এবার প্রিমিয়ার লিগটি হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। এ ব্যাপারে সিসিডিএমের চেয়ারম্যান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমাদের হাতে খুব অল্প সময় আছে। আমরা দুই উইন্ডোতে ১৫ দিন পেয়েছি, হয়ত আরও তিন দিন যোগ করা যাবে। সেটা দিয়ে আমাদের টুর্নামেন্ট শুরু করতে হবে। সকল ক্লাবের প্রতিনিধির সঙ্গে আমরা আলাপ করে লিগটি আমরা টি টোয়েন্টি ফরম্যাটে করতে চাচ্ছি।’

গত মৌসুমে দল-বদল হলেও করোনার প্রকোপে প্রথম রাউন্ড শেষেই লিগ বন্ধ হয়ে যায়। গত মৌসুমের প্রিমিয়ার লিগটি মাঠে গড়ালেও ৫০ ওভারের প্রথম রাউন্ডটি গন্য হচ্ছে না। ওই রাউন্ডটি পরিত্যাক্ত করেছে বিসিবি, ‘গত বছর যে ম্যাচ হয়েছিল, এটা গতবছর লিগেরই ধারাকাহিকতা। এবং সেই একটা ম্যাচ আমরা পরিত্যাক্ত করে দিচ্ছি। ওটা বাতিল করে টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা নতুন করে লিগ শুরু করছি।’

পুরনো দল-বদলে টি-টোয়েন্টি ফরম্যাটে লিগ হওয়ার আরও কিছু কারন ব্যাখা করেছেন কাজী ইনাম আহমেদ, ‘গত বছর ক্লাবগুলোর সঙ্গে সব খেলোয়াড়দের চুক্তি হয়েছিল। যারা যে সকল ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল, তারা সেই সকল ক্লাবেই খেলবেন। এছাড়া বেশিরভাগ ক্লাব ইতোমধ্যেই ৩০-৪০ পেমেন্টে দিয়ে দিয়েছে। যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি, সকল প্লেয়ার যে ক্লাবের সঙ্গে ছিল সে ক্লাবেই থাকবে।’

প্রিমিয়ার লিগে সুপার লিগের দলগুলোকে নিয়ে এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে একটি টুর্নামেন্ট হয়েছিল। তবে এবারের লিগটি সম্পূর্ণ নতুন লিগ। কেননা ১২ টি ক্লাব নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে সুপার লিগের পাশাপাশি রেলিগেশনও থাকবে বলে জানিয়েছেন সিসিডিএমের চেয়ারম্যান, ‘এটা সম্পুর্ণ একটা লিগ হবে। এই লিগটার মধ্যে সুপার লিগ থাকবে, রেলিগেশনও থাকবে।’