My Sports App Download
500 MB Free on Subscription


ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে বাদ যেতে পারেন শুভমান গিল

চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে বাদ যেতে পারেন শুভমন গিল। তাঁর জায়গায় ভারতীয় দলের দরজা খুলে যেতে পারে বাংলার অভিমন্যু ঈশ্বরণের জন্য। চোট গুরুতর হওয়ায় অনেকেই আশঙ্কা করছেন গোটা সিরিজ থেকেই বাদ পড়তে হতে পারে তাঁকে। নতুন করে চোট না লাগলেও পুরনো চোটই ভোগাচ্ছে এই ওপেনারকে।

হ্যামস্ট্রিং বা কাফ মাসলে চোট লাগতে পারে তাঁর। আপাতত দলের সঙ্গেই রয়েছেন ২১ বছর বয়সী এই ক্রিকেটার। সারতে সময় লাগতে পারে। তবে যেহেতু পাঁচ ম্যাচের সিরিজ শুরু হতে এখনও বেশ কিছুটা দেরি, সময় মতো সুস্থ হতে পারলে এই সফরে খেলতে পারেন গিল।

বিসিসিআই-এর এক আধিকারিক বলেন, ‘‘টেস্ট সিরিজ শুরু হতে এক মাস বাকি আছে। তবে তাঁর চোট এতটাই গুরুতর যে এই সিরিজে নাও খেলতে পারেন গিল।’’

পরিবর্ত হিসেবে শুধু ঈশ্বরণ নন, দলের সঙ্গে রয়েছেন কে এল রাহুল ও ময়াঙ্ক আগরওয়াল। গিলের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন ফিজিয়ো নীতিন পটেল এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং প্রশিক্ষক সোহম দেশাই।