বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। এই লক্ষ্যে ২২ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ইমার্জিং দল হলেও দলটিতে জাতীয় দলের ক্রিকেটারদের আধিক্যই বেশি। ইমার্জিং দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার নিগার সুলতানা জ্যোতি।
সালমা-জাহানারা-রুমানারাদের সঙ্গে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে ভালো করার পুরস্কার পেয়েছেন তৃষ্ণা, দিশা, রাবেয়া, ঝিলিকের মতো নতুন ক্রকেটাররা।সিরিজে অংশ নিতে আগামী ২৮ মার্চ বাংলাদেশে পা রাখবেন ম্যাচের ভেন্যু সিলেটে চলে যাবেন ক্রিকেটাররা।
বাংলাদেশ ইমার্জিং দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রুবাইয়া হায়দার ঝিলিক, ফারিহা ইসলাম তৃষ্ণা, নুজহাত তাসনিয়া টুম্পা, রাবেয়া, মুর্শিদা খাতুন হ্যাপি, লতা মন্ডল, শবনম মোস্তারি, শারমিন সুলতানা, রিতু মনি, দিশা বিশ্বাস, ফারজানা হক পিংকি, সুরাইয়া আজমিন ছন্দা, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, শামীমা সুলতানা, খাদিজা-তুল-কুবরা, রুমানা আহমেদ, সালমা খাতুন, নাহিদা আক্তার, পান্না ঘোষ।