বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং করতে নেমে মাথায় আঘাত পান মোহাম্মদ সাইফউদ্দিন। গুরুতর কিছু না হলেও চিকিৎসার নিয়মের অংশ হিসেবে সাইফউদ্দিনকে নেওয়া হয় হাসপাতালে। এই পেস বোলিং অলরাউন্ডারকে নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি মঙ্গলবার রাতেই তার স্ক্যান করিয়েছে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে সাইফউদ্দিন শঙ্কামুক্ত আছেন। তবে নিরাপত্তার জন্য তাক বুধবার সারাদিন পর্যবেক্ষণে রাখা হবে।
বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ৪৬.২ ওভারে দুষ্মন্থ চামিরার শট বল মোহাম্মদ সাইফউদ্দিনের হেলমেটে লেগে পেছনে চলে যায়। কিছুক্ষণের জন্য হতভম্ব সাইফউদ্দিন রান নিতে গিয়ে ড্রাইভ দেন। তাতে অবশ্য বাঁচতে পারেননি। রান আউট হয়ে ফিরতে হয় সাজঘরে।