ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকির চোটে পড়েছিলেন অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। যে কারনে তৃতীয় ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। এমনকি প্রথম দিবা-রাত্রির টেস্টও খেলা হয়নি তাঁর।
বক্সিং ডে নামে পরিচিত দ্বিতীয় টেস্টে খেলতে তাই বেশ আশাবাদী ছিলেন ওয়ার্নার। কিন্তু দুর্ভাগ্যবশত বক্সিং ডে টেস্টের আগে নিজেকে ফিট প্রমাণিত করতে পারেননি তিনি । যে কারনে দ্বিতীয় টেস্টেও খেলা হচ্ছে না এই অজি ব্যাটসম্যানের।
প্রথম টেস্ট চলাকালীন ওয়ার্নার বলেছিলেন, 'বক্সিং ডে টেস্টে খেলতে আমি খুবই আশাবাদী। এই টেস্টটি কখনোই আমি মিস করেত চাই না। ইনজুরির কারনে এ্যাডিলেডের প্রথম টেস্টটি আমি খেলতে পারিনি। যে কারনে আমি খুবই হতাশ।'
সেক্ষেত্রে আগামী বছরের ৭ জানুয়ারী শুরু হতে যাওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তাঁকে। এছাড়াও অভিষেকের অপেক্ষায় থাকা উইল পুকোভস্কি মাথার চোট থেকে সেরে উঠতে না পারায় আবারো জো বার্নস এবং ম্যাথু ওয়েডকে দ্বিতীয় টেস্টে ইনিংস শুরু করতে দেখা যাবে।
আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। সাধারণত বড় দিনের পরের দিন টেস্টটি শুরু হওয়ায় এটির নাম রাখা হয়েছে বক্সিং ডে টেস্ট। ৩৬ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়া ভারতে দ্বিতীয় টেস্টের একাদশে একাধিক পরিবর্তনের সম্ভবানা রয়েছে।
পিতৃকালীন ছুটি নিয়ে প্রথম টেস্টের পরেই দেশে ফিরে গেছেন অধিনায়ক বিরাট কোহলি। অন্যদিকে অপরিবর্তিত দল নিয়ে খেলার সম্ভবনা রয়েছে অস্ট্রেলিয়া দলের।