My Sports App Download
500 MB Free on Subscription


স্পিন ঘুর্ণি সামলাতে প্রস্তুত ক্যারিবীয়রা

টেস্ট সিরিজে ক্যারিবীয় ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় মুখে পড়তে হবে। এমনিতেই চট্টগ্রামের উইকেট খানিকটা স্লো, তার মধ্যে উইকেটে বাড়তি স্পিন থাকলেও ব্যাটসম্যানদের জন্য সেটি হয়ে উঠে মরণফাঁদ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হোয়াইটওয়াশ হওয়া পর টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া সফরকারীরা। ক্যারিবীয় ব্যাটসম্যান জার্মেইন ব্ল্যাকউড জানালেন স্পিন ঘূর্ণি সামলাতে প্রস্তুত তাদের ব্যাটসম্যানরা।

উপমহাদেশের বাইরের দলগুলোর জন্য বরাবরই স্পিনবান্ধব উইকেট বানিয়ে থাকে বাংলাদেশ। নিজেদের শক্ত স্পিন আক্রমণ, প্রতিপক্ষ ব্যাটসম্যানের স্পিন দুর্বলতা মিলিয়ে এমন পরিকল্পনা। তবুও নিজেদের প্রস্তুতির কথা জানাতে গিয়ে ব্ল্যাকউড বলেছেন, ‘এই ধরণের উইকেট খুবই ধীরগতির। আমাকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে কারণ এখন টেকনিক্যালি খুব বেশি কাজ করার সুযোগ নেই।

কিন্তু আমি জানি এটা খুবই ধীরগতির হবে এবং স্পিন করবে। যখন আমি মানসিকভাবে তৈরি হবো, ভালে করবো। এরপর সবকিছু এমনিতেই ঠিক হয়ে যাবে।’শুক্রবার তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে টেস্ট মিশন। এম এ আজিজ স্টেডিয়ামে তিনদিনের ম্যাচ শেষে আগামী ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্টের প্রথমটি মাঠে গড়াবে।