My Sports App Download
500 MB Free on Subscription


ডু প্লেসির হাতে চেন্নাইয়ের নেতৃত্ব তুলে দেবেন ধোনি!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলার আগে মহেন্দ্র সিং ধোনি জানিয়ে দিয়েছেন, 'এটাই শেষ নয়।' এর অর্থ আগামী মৌসুমেও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন তিনি। তবে আগামী আসরে ধোনি অধিনায়কত্ব করবেন কিনা সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

দলটির মালিক এন শ্রীনিবাসন অবশ্য ধোনিকেই অধিনায়ক হিসেবে দেখতে চান। তবে ভারতের সাবেক ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার মনে করেন, আগামী মৌসুমে অধিনায়কত্ব করবেন  না তিনি এবং অধিনায়কত্ব তুলে দেবেন ফাফ ডু প্লেসির হাতে।

স্টার স্পোর্টসের ক্রিকেট কানেক্টেড অনুষ্ঠানে বাঙ্গার বলেন, ‘যতদূর আমি জানি, ২০১১ এর পরেই ধোনি ভেবেছিল যে, ওর ক্যাপ্টেন্সি চালিয়ে যেওয়া উচিত কিনা। তবে ও জানত যে, সামনে আমাদের অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো কঠিন সফর রয়েছে। তখন ভারতীয় দলে ক্যাপ্টেন্সির যোগ্য দাবিদার কেউ ছিল না। ধোনি সঠিক সময়েই নেতৃত্ব ছেড়ে দেয় কোহলিকে এবং তার পরেও খেলা চালিয়ে যায়।’

এটাই ধোনির নেতৃত্ব ছেড়ে দেয়ার সঠিক সময় বলে মনে করেন বাঙ্গার। তাঁর বিশ্বাস আগামী মৌসুমে একজন সাধারণ ক্রিকেটার হিসেবেই চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামবেন তিনি। তবে এই কথার প্রেক্ষিতে শক্ত কোনো যুক্তি দেখাতে পারেননি তিনি।

বাঙ্গারের ভাষ্য, ‘তাই আমার যতদূর মনে হচ্ছে, ধোনি হয়ত পরের মরশুমে নেতৃত্ব দেবে না। সম্ভবত সাধারণ ক্রিকেটার হিসেবে মাঠে নামবে এবং ফ্যাফ ডু’প্লেসির হাতে ক্যাপ্টেন্সি তুলে দেবে। তাতে নেতৃত্বের পরিবর্তনটা আরও মসৃণ হবে।'