দারুণ ব্যাটিংয়ে নতুন এক রেকর্ডে নিজেদের জড়ালেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। দেশের টেস্ট ইতিহাসে তৃতীয় উইকেট জুটিতে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়লেন তারা।
তামিম ইকবাল আউট হওয়ার পর ক্রিজে আসেন মুমিনুল। জমাট জুটিতে দুই বাঁহাতি শান্ত ও মুমিনুল করেন ২৪২ রান। যা টেস্ট ক্রিকেটে যে কোনও উইকেটে বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ জুটি।
এর আগে তৃতীয় উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ২৩৬ রানের। শ্রীলঙ্কার বিপক্ষে মুমিনুল ও মুশফিকুর রহিম চট্টগ্রামে রেকর্ড গড়া জুটি গড়েছিলেন। এরপর আছে তামিম ও মুমিনুলের ১৫৭ রান। ২০১৩ সালে ঢাকা নিউ জিল্যান্ডের বিপক্ষে এ রান করেছিলেন তারা।
শান্তর আউটে ভাঙে এ জুটি। লাহিরু কুমারার বলে ফিরতি ক্যাচ দেন ১৬৩ রানে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি থেমে যায় সেখানে। মুমিনুলও পেয়েছেন সেঞ্চুরির দেখা। বিদেশের মাটিতে যা তার প্রথম শতক।
এদিকে বলের হিসেবে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সর্বোচ্চ জুটি। শান্ত ও মুমিনুলের ২৪২ রান এসেছে ৫১৪ বলে। ২০১৩ সালে মোহাম্মদ আশরাফুল ও মুশফিকের ২৬৭ রান হয়েছিল ৫১৮ বলে।