My Sports App Download
500 MB Free on Subscription


পেসারদের ফিল্ডিংয়ের উন্নতিতে সন্তুষ্ট ফিল্ডিং কোচ

গ্রাউন্ড ফিল্ডিংয়ের ক্ষেত্রে পেসারদের দূর্বলতা বেশিরভাগ সময়ই লক্ষ্য করা যায়। যদিও আগের থেকে বাংলাদেশের পেসারদের ফিল্ডিংয়ের মান অনেক বেশি উন্নতি হয়েছে। জাতীয় দলের ফিল্ডিং কোচ রায়ান কুক আগামী দুই বছরে মোস্তাফিজ-রুবেল-তাসকিনদের ফিল্ডিংয়ে আরও উন্নতি দেখার আশা করছেন।

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমার মনে হয় তাদের (পেসার) মধ্যে দারুণ এনার্জি আছে। তারা তাদের ফিল্ডিং নিয়ে পরিশ্রম করছে। তারা অতিরিক্ত কাজ করতে চাচ্ছে এবং দারুণ চেষ্টা করছে যা আমি পছন্দ করি। তাদের টেকনিক নিয়ে অনেক কাজ করতে হবে, বিশেষ করে ক্যাচিং এবং গ্রাউন্ড ফিল্ডিংয়ের কিছু দিক নিয়ে। কিন্তু সাধারণত তাদের থ্রোয়িং বেশ ভালো। তাই আমি আশা করছি আগামী দুই বছরে তাদের গ্রাউন্ড ফিল্ডিংয়ের ক্ষেত্রে দারুন উন্নতি হবে।’

দশ মাস বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় বাংলাদেশ। দীর্ঘ বিরতির পরও ৫০ ওভারের ম্যাচ খেলতে নেমে কোন সমস্যা হবে না বলে মনে করেন কুক, ‘ক্রিকেটাররা বেশ প্রস্তুতি ম্যাচ পেয়েছে ওয়ানডে এবং টি-টোয়েন্টি টুর্নামেন্টের মধ্য দিয়ে। পঞ্চাশ ওভারের টুর্নামেন্টের সময় আমি এখানে ছিলাম এবং সেখানে তাদের ফিল্ডিং খুবই প্রশংসনীয় ছিল। সবারই বেশ সুস্থ, সতেজ এবং প্রস্তুত থাকবার কথা।’

জাতীয় দলের ফিল্ডিং কোচ পুরো দমে ফিল্ডিং অনুশীলন করাচ্ছেন না। তবে খুব দ্রুতই খেলোয়াড়দের কঠোর পরিশ্রম করিয়ে প্রস্তুত করবেন তিনি, ‘খেলোয়াড়রা টি-টোয়েন্টি টুর্নামেন্টের পর একটি বিরতি থেকে ফিরেছে। তাই তাদেরকে ধীরে ধীরে অনুশীলনের মধ্যে ফিরিয়ে আনছি, মাঠে তাদের মুভমেন্ট এবং বেসিকের ওপর কাজ করছি, তাদের থ্রোয়িংকে আগের জায়গায় আনার চেষ্টা করছি। যেহেতু বেশ কিছু সময় পর তারা ফিরছে। কিছু ক্ষেত্রে আপনি একটু অনভ্যস্ত হয়ে গিয়ে চোট বাধাতে পারেন। তাই তাদেরকে ধীরে ধীরে আগের জায়গায় আনার চেষ্টা করছি। সিরিজের কাছাকাছি আসতে আসতে আমরা অনুশীলনের তীব্রতা বাড়াবো।’