ঈদের এক সপ্তাহ ছুটি শেষে মঙ্গলবার থেকে অনুশীলনে ফিরছেন ক্রিকেটাররা। তার আগে ক্রিকেটারদের প্রথম দফার করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। সেই পরীক্ষায় কোচিংস্টাফ, সাপোর্ট স্টাফ ও ক্রিকেটার মিলিয়ে ৩১ জন নেগেটিভ হয়েছেন। তবে জৈব সুরুক্ষায় ঢুকতে আরও একবার পরীক্ষায় বসতে হবে ক্রিকেটারদের। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনা নেগেটিভ হওয়ার পর ক্রিকেটাররা মঙ্গলবার থেকে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবেন। ইতিমধ্যে এক দফা করোনা পরীক্ষা হয়েছে। সোমবার দ্বিতীয় দফায় ক্রিকেটার, কোচিং স্টাফদের নমুনা সংগ্রহ করা হবে। এই পরীক্ষায় নেগেটিভ হওয়া ক্রিকেটারই মঙ্গলবার হোটেল সোনারগাঁওতে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবে।
বিসিবির চিকিৎসক বলেছেন, ‘শনিবার ও রবিবার মিলিয়ে ৩১ জন ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফের কোভিড-১৯ টেস্ট করানো হয়েছে। কারোই পজেটিভ আসেনি। সবাই সুস্থ আছেন। আজ (সোমবার) আরও একবার টেস্ট করা হবে। সেই পরীক্ষায় নেগেটিভ হওয়ারাই জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবেন। ’
এদিকে সাকিব-মোস্তাফিজের কোয়ারেন্টিন শেষ হওয়ার কথা ২ মে। কিন্তু দুই দিন আগেই তারা কোয়ারেন্টিন মুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। সোমবার করনোর পরীক্ষায় নেগেটিভ হলেই মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করতে পারবেন তারা। পাশাপাশি অনুশীলন শেষে জৈব সুরক্ষা বলয়েও ঢুকে যেতে পারবেন।
আগামী ২০ মে বিকেএসপিতে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তামিম-সাকিবরা। সেই ম্যাচের পরই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুই দলের আসল লড়াই শুরু হবে ২৩ মে থেকে। ২৫ ও ২৮ মে সিরিজের শেষ দুটি ওয়ানডেও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সব ম্যাচই দিবারাত্রির।