প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের মুখোমুখি হবে জেমকন খুলনা। এই গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে বড় একটি দুঃসংবাদ পেলেন খুলনার পেসার শহিদুল ইসলাম। রবিবার দুনিয়া ছেড়ে পারাপারে পাড়ি জমিয়েছেন তাঁর বাবা।
জীবনের এত বড় একটি দুঃখের দিনে তাই আর দলের সঙ্গে থাকেননি শহিদুল। বাবার নিথর দেহটি শেষবার মত দেখার জন্য গতকাল রাতেই নিজ বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফিরে গিয়েছেন তিনি। আজকের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে তাই দলের গুরুত্বপূর্ণ পেসারকে পাচ্ছে না খুলনা।
একটি বিশ্বস্ত সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে। তবে শহিদুলের বদলি হিসেবে দলটিতে কে যোগ দেবেন তা এখনো নিশ্চিত হয়নি। তবে আগামী সোমবার রাতে ফিরে করোনা নেগেটিভ আসলে আবারো দলের সঙ্গে যোগ দেবার কথা রয়েছে এই ডানহাতি পেসারের।
সাধারণ এই টুর্নামেন্টের জন্য ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে থাকতে হচ্ছে। এই বলয়ের বাইরে যাওয়ার অনুমতি নেই তাদের। তাই আজকের ম্যাচে খুলনা জিতলে ফাইনালে কিংবা হারলে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলা সম্ভাবনা রয়েছে শহিদুলের।
শহিদুল খুলনার হয়ে পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত বোলিং করেছেন। খুলনার ৮ ম্যাচের মধ্যে ৭টিতেই খেলেছেন তিনি। এই সাত ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ১৩টি। বর্তমানে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন এই পেসার।