অবশেষে চূড়ান্ত হলো ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর সূচী। আগামী ১০ জানুয়াতি বাংলাদেশ সফরে আসছেন ক্যারিবিয়ানরা। এই সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে খেলবে দুই দল।
ভবিষ্যত সফর সূচীতে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিলো দুই দলের। কিন্তু করোনার কারনে সফরটি ছোট করতে হয়েছে। ফলে একটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি বাদ পড়ে গেছে। নতুন সূচী অনুযায়ি বাংলাদেশ দল দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলবে।মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সফরসূচী চূড়ান্ত হওয়ার খবরটি নিশ্চিত করে।ওয়েস্ট ইন্ডিজ দল ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসবে। সাতদিনের কোয়ারেন্টিন থাকলেও তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন মানতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। বাকি চারদিন কোয়ারেন্টিনে থেকেও অনুশীলনের সুযোগ পাবে ওয়েস্ট ইন্ডিজ।
১৮ জানুয়ারি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর। এরপর ২০ ও ২২ জানুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুটি ওয়ানডে ম্যাচ খেলবে সফরকারীরা। ২৩ জানুয়ারি চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেবে দুই দল। একদিন বিরতি দিয়ে ২৫ জানুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ২৮ থেকে ৩১ জানুয়ারি এম এ আজিজ স্টেডিয়ামে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলে লংগার ভার্সনের প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে ক্যারিবিয়ানরা। এরপর ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। ঢাকায় দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ১১ ফেব্রুয়ারি।