My Sports App Download
500 MB Free on Subscription


১৪ বছর বয়সেই রেকর্ডের পাতায় কিউই তরুণী

নিউজিল্যান্ডে চলমান নারী ক্রিকেট লিগে অভিষেক হয়েছে লেগ স্পিনার কেট চ্যান্ডলারের। লিস্ট 'এ' মর্যাদার এই টুর্নামেন্টে মাত্র তৃতীয় ম্যাচ খেলতে নেমেই রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন তিনি। মাত্র ১৪ বছর বয়সেই লিস্ট 'এ' ক্রিকেটে পাঁচ উইকেট শিকার করেছেন চ্যান্ডলার।

রেকর্ড গড়ার দিনে এই কিশোরীর প্রথম শিকার নিউজিল্যান্ড জাতীয় দলের নিয়মিত সদস্য লিয়া তাহুহু। ক্যান্টাবুরি নারী দলের স্কোরবোর্ডে তখন ৫ উইকেটের বিনিময়ে ১১৭ রান। এরপরই চ্যান্ডলারের স্পিন ভেলকিতে তাদের ইনিংস ১৫৫ রানেই গুটিয়ে যায়। স্কোরবোর্ডে এই স্পিনারের নামের পাশে তখন ৪১ রানের বিনিময়ে ৫ উইকেট জ্বলজ্বল করছে।

পাঁচ উইকেট নেয়ার পথে তাহুহু ছাড়াও চ্যান্ডলার আরও ফিরিয়েছেন অভিজ্ঞ কেট ইব্রাহিম, লওরা হিউজ, কেএম সিমস এবং গ্যাবি সুলিভানকে। ৯.১ ওভার বোলিংয়ের মাঝে এক ওভার নিয়েছেন উইকেট মেডেন। আর একটি ওভার ছিল ডাবল উইকেট মেডেন।

টুর্নামেন্টের শুরুর দুই ম্যাচ হেরে শুরু করেছিলো ওয়েলিংটনের মেয়েরা। এরপরের ম্যাচে তারা প্রথমবারের মতো মাঠে নামায় চ্যান্ডলারকে। যদিও অভিষেকটা স্বপ্নের মতো হয়নি তাঁর। সেই ম্যাচে মাত্র ১ ওভার হার ঘোরানোর সুযোগ পেয়েছিলেন তিনি। ম্যাচটিতেও হেরেছিল ওয়েলিংটন।

যদিও এরপরের ম্যাচেই তিন উইকেট তুলে নিয়ে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে ওয়েলিংটনের জয়ে বড় ভূমিকা রাখেন চ্যান্ডলার। টুর্নামেন্টে তাঁর দলের প্রথম জয় ছিলো এটি। এর পরেই ম্যাচেও বল হাতে নিয়ে দলকে জয়ের পথ দেখিয়েছেন তিনি। এর ফলে টানা দুই জয়ে ইতোমধ্যেই ছয় দলের টুর্নামেন্টে চতুর্থ স্থানে উঠে এসেছে ওয়েলিংটন।

নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে যে তাদের প্রমীলা ক্রিকেটের বোলিং পরিসংখ্যানে চ্যান্ডলার ১৪ তম অবস্থানে রয়েছেন। যদিও তিনি ইতিহাসের সর্বকনিষ্ঠ পাঁচ উইকেটশিকারি কিনা সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন কিছু জানায়নি তারা।