শনিবার ব্যাটিং করে ড্রেসিংরুমে ফিরেই হঠাৎই শরীর খারাপ অনুভব করছিলেন তামিম ইকবাল। ঠান্ডাজনিত সমস্যার কারনে দ্রুত মাঠ ছেড়ে হোটেলে ফিরে যান তিনি। করোনার উপসর্গ থাকার কারনে রবিবার সকালে তামিমের করোনা পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষা সু:সংবাদ পেয়েছেন তামিম। পরীক্ষায় করোনা নেগেটিভ হয়েছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশালের টিম ম্যানেজমেন্ট।সোমবার এলিমেনেটর ম্যাচে তামিমের দলের প্রতিপক্ষ মুশফিকের ঢাকা। রিপোর্ট নেগেটিভ হওয়ার কারনে কালকের ম্যাচ খেলতে আর কোনা বাঁধা রইলো না তামিমের। সোমবার বিকালে তামিমের দল ফাইনালে যাওয়ার মিশনে মুশফিকের দলের বিপক্ষে মাঠে নামবে।
শনিবার তামিম বিসিবির মেডিকেল টিমের পরামর্শ মেনেই প্রথম ইনিংস শেষ হওয়ার আগে হোটেলে ফিরে গিয়েছিলেন। ফলে বেক্সিমকো ঢাকার বিপক্ষে গুরুত্বপূর্ন ম্যাচে মাঠে থাকতে পারেননি ফরচুন বরিশালের এই অধিনায়ক। তার অবর্তমানে দলকে সামলেছেন মেহেদী হাসান মিরাজ।
শনিবার রাতে এক অডিও বার্তায় তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, 'গতকাল (শুক্রবার) থেকেই আমার শরীর একটু খারাপ ছিল। আজকে (শনিবার) ব্যাটিং করে ড্রেসিং রুমে ফেরার পর শরীর আরও বেশি খারাপ করে। প্রচন্ড দুর্বল অনুভব করছিলাম। বিসিবির মেডিকেল টিম পরীক্ষা করে আমাকে দ্রুত হোটেলে ফিরে যাওয়ার পরামর্শ দেয়। আউট হয়ে ফেরার কয়েক ওভার পরই আমি হোটেলে ফিরে আসি।'