My Sports App Download
500 MB Free on Subscription


কথায় নয় কাজে বিশ্বাসী তামিম

চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দলগতভাবে ছন্দে নেই ফরচুন বরিশাল। পরাজয়ের বৃত্ত ভেঙ্গে যেন বেরই হতে পারছে না দলটি। গত ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে ৭ উইকেটে হেরেছে দলটি। তরুণ এবং অভিজ্ঞদের নিয়ে ভালো দল গড়েও জিততে না পারায় বেশ হতাশ তামিম ইকবাল।

দল ভালো না খেললে আর না জিতলে অধিনায়ক হিসেবে কিংবা একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে দলের অন্যান্যদের উদ্বুদ্ধ করা কঠিন বলে মনে করেন দলটির অধিনায়ক। তিনি জানিয়েছেন, সতীর্থদের সঙ্গে সবসময় কথা বলা যাবে কিন্তু নিজে একই ভুল করলে সেই কথার মূল্য থাকে না। যে কারণে তাদেরকে বলার আগে অধিনায়ক হিসেবে নিজেকে কাজটা করে দেখাতে হবে।

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘যখন সত্যি কথা দল খুব বেশি একটা ভালো খেলে না তখন তাদের উদ্বুদ্ধ করাটাও একটু কঠিন। আমাদের স্কোয়াড যদি দেখেন আমাদের বেশ কয়েকজন তরুণ খেলোয়াড় রয়েছে। তারা সকলেই অনেক বুদ্ধিমান ক্রিকেটার। আমার তরফ থেকে আমি সবসময় তাদের সঙ্গে কথা বলি। আর মাঝেমাঝে আমার কাছে মনে হয় কথার চেয়ে যদি কাজে করে দেখানো যায় তাহলে সেটা ভালো হয়।

তিনি আরও বলেন, ‘আমি কথা তো সারাদিন বলতে পারবো কিন্তু আমি নিজেও যদি একই ভুলগুলো করি তাহলে ওই কথাগুলোর মূল্য থাকে না। তো আমারও ঐ জিনিসটা করে দেখাতে হবে। তারপরে আমার কথাগুলোর মূল্য থাকবে। কথা তো ধরেন যে কেউ বলতে পারে । আমি দ্বিতীয় ম্যাচে যেটা করেছি এটা ভালো ছিল। কিন্তু শেষ ৩ ম্যাচে ধরেন ৩০ করে করেছি। শুরুটা অবশ্যই ভালো পেয়েছি। ওই ৩টা ম্যাচের মধ্য থেকে যদি ১টাতে একটু বড় রান করতাম, তাহলে তাদের কাছে ভালো ম্যাসেজ যেত।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে খুব বেশি ভালো করতে পারছে না বরিশাল। এখন পর্যন্ত ৫ ম্যাচে কেবল একটিতে জয় পেয়েছে তামিম ইকবালের দল। মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে দলটি।