My Sports App Download
500 MB Free on Subscription


টেস্টের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে ক্যারিবীয়রা!

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ওজনের খেলোয়াড় রাকিম কর্নওয়াল। ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই ক্রিকেটারের ওজন ১৪০ কেজির মতো। ২০১৯ সালে ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় কর্নওয়ালের। ব্যাটিং-বোলিংয়ে দক্ষ কর্নওয়াল বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলেও আছেন। ওয়ানডে সিরিজের সময়টাতে তিনিসহ পুরো দলই দূর্দান্ত প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার।

আগামী ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলেও টেস্ট সিরিজে জয় ভিন্ন কিছু ভাবছে না সফরকারীরা। দলের সবচেয়ে মোটা শরীরের ক্রিকেটার কর্নওয়াল সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘সবার আগে একটি জয় পেতে হবে। আমরা যদি সিরিজ জিততে পারি তাহলে সেটি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য ভালো হবে। আমি আশা টেস্টে আমরা দেশের মাটিতে আমাদের ভক্তদের ভালো ক্রিকেট উপহার দেবো।’

ওয়ানডে দল যখন বাংলাদেশের সঙ্গে খেলছিল, টেস্ট দল তখন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ঘাম ঝড়াচ্ছিল। নিজেদের প্রস্তুতি নিয়ে কর্নওয়াল বলেছেন, ‘আমার মনে হয় প্রস্তুতি ভালোই হচ্ছে। আমাদের কিছু অনুশীলন সেশন হয়েছে যেখানে কোচরা আমাদের সঙ্গে কাজ করেছেন।’তিনি আরও যোগ করে বলেছেন, ‘কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আমরা কঠোর পরিশ্রম করছি। এই কন্ডিশনে ক্রিকেট খেলাটা কঠিন। কন্ডিশন বোঝার জন্য যত বেশি সময় পাওয়া যায় তত ভালো। আশা করি আমাদের জন্য কাজটা কঠিন হবে না।’এখানাকরা কন্ডিশন সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, ‘এখানে বল একটু বেশি স্পিন করে। ক্যারিবিয়ানের চেয়ে এখানে একটু বেশি শুষ্ক। আমাদের এটির সাথে মানিয়ে নিতে হবে।’